For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মুকুল-দিলীপরা একেবারেই অপদার্থ! ২০২১ নির্বাচনের আগেই প্রমাণ করে দিল বিজেপি’

‘মুকুল-দিলীপরা একেবারেই অপদার্থ! ২০২১ নির্বাচনের আগেই প্রমাণ করে দিল বিজেপি’

  • |
Google Oneindia Bengali News

বাংলাকে পাখির চোখ করে বিজেপি ঝাঁপিয়েছে বাংলা দখলে। তাই কেন্দ্রের পাঁচ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাকে মমতা-মুক্ত করতে। কিন্তু বিজেপির এই উদ্যোগকে মুকুল রায় ও দিলীপ ঘোষদের ব্যর্থতার নামান্তর বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এতে তাঁদের প্রতি অনাস্থাই প্রকাশ করলেন মোদী- শাহরা।

বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ

বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ

তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বিজেপির বাংলা দখলে পাঁচ কেন্দ্রীয় নেতার নিয়োগ প্রসঙ্গে বলেন, বিজেপি দিশেহারা হয়ে গিয়েছে। বাংলায় মমতার বিকল্প কোনও মুখ খুঁজে পাচ্ছে না। লড়াইয়ের জন্য কোনও ভরসাযোগ্য নেতাও খুঁজে পাচ্ছে না। তাই বাইরে থেকে নেতা আমদানি করা হচ্ছে। এতে বিজেপির রাজ্য নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ পেয়েছে।

বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে

বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে

সৌগত রায়ের কথায়, যাঁরা বাংলার দায়িত্ব নিয়ে এলেন, সেইসব ভিনরাজ্যের নেতাদের কোনও বাংলায় যোগ নেই। বাংলার মাটি তাঁরা চেনেন না। বাংলা তাঁদের ছুঁড়ে ফেলে দেবে। বাংলার পবিত্র মাটিতে তাঁদের কোনও স্থান নেই। বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবে, তা শুধু সময়ের অপেক্ষা।

পরীক্ষিত নেতাদের দিয়ে বাজি জিততে ঝাঁপাল বিজেপি

পরীক্ষিত নেতাদের দিয়ে বাজি জিততে ঝাঁপাল বিজেপি

উল্লেখ্য, বাংলা জয়ের সুযোগ কাজে লাগাতে পরীক্ষিত নেতাদেরই সেনানি করে পাঠালেন মোদী-শাহ-নাড্ডারা। পাঁচ নেতাকে বাংলায় পাঠিয়ে অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কোনওরকম পরীক্ষা-নিরীক্ষার পথে না গিয়ে পরীক্ষিত নেতাদের বাংলায় পাঠিয়ে বাজি জিততে ঝাঁপাল বিজেপি।

মানুষ বুঝে গিয়েছে বাংলায় বিজেপির নেতা নেই

মানুষ বুঝে গিয়েছে বাংলায় বিজেপির নেতা নেই

সৌগত বলেন, অমিত মালব্য, বিএল সন্তোষ, সুনীল দেওধররা আসছে বাংলায়। কেন তাঁরা আসছেন, তা আর বুঝতে বাকি নেই। বাংলার মানুষ বুঝে গিয়েছে বাংলায় তাদের নেতা নেই। তাই
অমিত মালব্য, বিএল সন্তোষদের কোনও জায়গা দেবে না, ছুঁড়ে ফেলে দেবে বাংলা।

বাংলা দখলে ৫০ জন কেন্দ্রীয় নেতা!

বাংলা দখলে ৫০ জন কেন্দ্রীয় নেতা!

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বাংলা দখলে ৫০ জন কেন্দ্রীয় নেতা আসবেন। মোট কথা শুধু বঙ্গ নেতৃত্ব নয়, কেন্দ্রীয় স্তরের নেতাদের উপরই বেশি ভরসা রাখছে বিজেপি। যাঁরা ইতিমধ্যেই পরীক্ষিত সফল, তাঁরাই আসছেন বাংলার দায়িত্বে। কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে না গিয়ে পুরনো মুখকেই ভরসা করে বিজেপি ফায়দা তুলতে চাইছে।

বাংলা দখলে পঞ্চবাণ হানল বিজেপি, পরীক্ষার পথে না হেঁটে 'ফুল-মার্কস’ নেতাদের দায়িত্ববাংলা দখলে পঞ্চবাণ হানল বিজেপি, পরীক্ষার পথে না হেঁটে 'ফুল-মার্কস’ নেতাদের দায়িত্ব

English summary
BJP proofs Mukul Roy and Dilip Ghosh are worthless to defeat Mamata Banerjee in 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X