For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর বার্তা নিয়ে কলকাতায় আসছেন জেপি নাড্ডা, সফর দক্ষিণবঙ্গেও! দিলীপ ঘোষ জানালেন সময়সূচি

২০২১-এর বার্তা নিয়ে কলকাতায় আসছেন জেপি নাড্ডা, সফর দক্ষিণবঙ্গও! দিলীপ ঘোষ জানালেন সময়সূচি

  • |
Google Oneindia Bengali News

ফের পশ্চিমবঙ্গ (west bengal) সফরে আসছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)। এবার তাঁর সফর দক্ষিণবঙ্গে(south bengal) ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এমনটাই খবর দলীয় সূত্রে। এদিন তাঁর সফর সূচি জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ(dilip ghosh)

একমাসে দ্বিতীয়বার রাজ্য সফরে জেপি নাড্ডা

একমাসে দ্বিতীয়বার রাজ্য সফরে জেপি নাড্ডা

গত ১৯ অক্টোবর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একদিনের সফরে শিলিগুড়িতে এসেছিলেন। ফের তিনি রাজ্যে আসছেন নভেম্বরের প্রথম সপ্তাহে। ফলে একমাসের মধ্যে জেপি নাড্ডার এটা দ্বিতীয় রাজ্য সফর।

জেপি নাড্ডার সফর সূচি ঘোষণা দিলীপ ঘোষের

জেপি নাড্ডার সফর সূচি ঘোষণা দিলীপ ঘোষের

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ৬ নভেম্বর তিনি কলকাতায় আসবেন। সেদিনই রাজ্যের কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল সভা করবেন তিনি। ২ দিনের সফরে ৬ নভেম্বর তিনি বর্ধমানে বৈঠক করবেন। ৭ নভেম্বর তিনি মেদিনীপুরে সভা করবেন।

বৈঠকে থাকার সম্ভাবনা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়দেরও

বৈঠকে থাকার সম্ভাবনা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়দেরও

জেপি নাড্ডার দক্ষিণবঙ্গ সফরে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়রাও সঙ্গী হবেন বলেই সূত্রের খবর। থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তবে জেপি নাড্ডা যে দুটি বৈঠক করবেন তাতে থাকবেন দক্ষিণবঙ্গের ৫ সাংগঠনিক জেলা পূর্ব বর্ধমান, বীরভূম, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলির বুথ এবং জেলার নেতারাও। দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বিজেপি লোকসভায় সাফল্য পেয়েছিল নাড্ডার এবারের সভায় সেই জেলাগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

 দক্ষিণবঙ্গে বিজেপির অবস্থা

দক্ষিণবঙ্গে বিজেপির অবস্থা

রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনের মধ্যে ২৪০ টি রয়েছে দক্ষিণবঙ্গে। লোকসভা নির্বাচনের ফলাফলের হিসেবে উত্তরবঙ্গের ২৪০ টি আসনের মধ্যে ৯৩ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। গত কয়েকবছরে রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে। লোকসভায় দক্ষিণবঙ্গের ৩৪ টি আসনের মধ্যে ১১ টি আসন দখল করেছিল বিজেপি।

কংগ্রেসের টানা ছ-বারের প্রধানের স্মরণসভা হয়ে উঠল বামেদের সঙ্গে জোটের মঞ্চ কংগ্রেসের টানা ছ-বারের প্রধানের স্মরণসভা হয়ে উঠল বামেদের সঙ্গে জোটের মঞ্চ

English summary
BJP President JP Nadda will visit Kolkata and South Bengal on Sixth of November to address party workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X