For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির পাখির চোখ মিশন একুশে, মমতাকে হারাতে যাঁদের উপর ভরসা রাখছেন নাড্ডা

বিজেপির পাখির চোখ মিশন ২০২১-এ, মমতাকে হারাতে যাঁদের উপর ভরসা রাখছেন নাড্ডা

Google Oneindia Bengali News

বাংলা দখলই বিজেপির মূল টার্গেট। তা রাজ্য বিজেপির সংসগঠনিক রদবদলই প্রমাণ করে দিয়েছে। তারপর করোনার আবহেও অমিত শাহের ভার্চুয়াল সমাবেশ আরও বুঝিয়ে দিয়েছে বিজেপি আর বসে থাকতে চাইছে না। 'যেনতেন প্রকারেণ' বাংলার ক্ষমতা তাদের চাই-ই। এবার সেই লক্ষ্যে বিজেপি নির্বাচনী কোর কমিটি তৈরি করে ফেলতে চাইছে।

টার্গেট বাংলা, পুরনোদের উপরই ভরসা রাখছে বিজেপি

টার্গেট বাংলা, পুরনোদের উপরই ভরসা রাখছে বিজেপি

২০২১-এ বাংলার জন্য নির্বাচনী কোর কমিটিতেও তিনি পুরনো নেতাদেরই রাখবেন। ২০১৯-এ যে নেতাদের মাথায় রেখে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সাফল্যের নজির গড়েছিল, সেই নেতাদের উপরই ভরসা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মোট কথা অমিত শাহের সাজানো ছকের বাইরে তিনি যাবেন না।

দলের সাংগঠনিক রদবদল একুশের আগেই

দলের সাংগঠনিক রদবদল একুশের আগেই

এখন বিজেপির মাথায় বসেছেন জেপি নাড্ডা। অমিত শাহের উত্তরসূরি হিসেবে কেন্দ্রের শাসক দলের মাথায় বসে তিনি চলছেন পূর্বসূরির দেখানো পথেই। এ মাসের শেষে জাতীয় পর্যায়ে দলের সাংগঠনিক রদবদল হওয়ার কথা বিজেপির। অমিত শাহের কমিটিই তিনি রাখবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

৩৫ শতাংশের পরিবর্তন বিজেপিতে

৩৫ শতাংশের পরিবর্তন বিজেপিতে

২০ জানুয়ারি দলীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন নাড্ডা। তিনি তিন বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন বিজেপির সভাপতি হিসেবে। সেই তিনিই এবার নতুন করে সংগঠন সাজাতে চলেছেন। পুরনো মুখদের রেখে দিয়েই সচিব-সহ কিছউ পদে নতুন মুখ আসতে পারে। দলীয় সূত্রের খবর, ৬৫ শতাংশ অপরিবর্তিত রেখে ৩৫ শতাংশের মধ্যে পরিবর্তন হবে।

রাজ্য ইউনিটগুলিকে সুপারিশ চেয়ে চিঠি

রাজ্য ইউনিটগুলিকে সুপারিশ চেয়ে চিঠি

এবার জাতীয় কমিটিতে এমন বেশ কিছু নেতা আসতে পারেন যারা বিভিন্ন রাজ্যে ভালো পারফর্ম করেছেন এবং রাজ্য ইউনিটগুলিকে তাদের সুপারিশ চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। এ রাজ্যের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণেই বাংলা, কিন্তু...

কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণেই বাংলা, কিন্তু...

বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র পর্যবেক্ষণে রয়েছে বাংলা। তাঁর সঙ্গে রয়েছেন অরবিন্দ মেনন। তবে ২০২১-এর দিকে চেয়ে আরও দু-একজনকে সহকারী হিসেবে নিয়োগ করা হতে পারে। বাংলার পাশাপাশি বিহারের দায়িত্বে থাকতে পারে একই নেতারা। দু-একজন নতুন মুখ আসতে পারেন নতুন দায়িত্বে।

পরের বছরই নির্বাচন, তাই পরিবর্তন নৈব নৈব চ

পরের বছরই নির্বাচন, তাই পরিবর্তন নৈব নৈব চ

দলীয় সূত্র জানিয়েছে, বিহার এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব ও বিজয়বর্গীয়কে সম্ভবত পরিবর্তন করা হবে না। যাদব বিহারের দায়িত্বে রয়েছেন, যেখানে এই বছরের শেষের দিকে নির্বাচন। পরের বছর পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুতরাং তাদের পরিবর্তন নাও করা হতে পারে।

সাধারণ সম্পাদক পদও অপরিবর্তিত!

সাধারণ সম্পাদক পদও অপরিবর্তিত!

বিজেপিতে সাধারণ সম্পাদকরাও অপরিবর্তিত থাকবেন বলেই মনে করা হচ্ছে। ভূপেন্দ্র যাদব, কৈলাশ বিজয়বর্গীয়, মুরলীধর রাও, অনিল জৈন, সরোজ পাণ্ডে, রাম মাধব, অরুণ সিংহ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন। তবে বিজেপি তার মুখপাত্র এবং মিডিয়া প্যানেলবিদদের পরিবর্তন করতে পারে।

তৃণমূলে ভাঙন ধরালেন সৌমিত্র, অভিষেকের 'বাংলার যুবশক্তি’তে লাগল বিরাট ধাক্কাতৃণমূলে ভাঙন ধরালেন সৌমিত্র, অভিষেকের 'বাংলার যুবশক্তি’তে লাগল বিরাট ধাক্কা

{quiz_152}

English summary
BJP president JP Nadda will retain Amit Shah’s committee before 2021 Election. Though new faces can include to win against Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X