For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ভাগ প্রসঙ্গে বিজেপি 'ভাগ'! দলীয় বৈঠকে সতর্কবাণী জেপি নাড্ডার

দলীয় কর্মসূচিতে কলকাতা সফরে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) । এদিন তিনি কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। আর এদিন কার্শিয়াং (Karshiong) -এর বিজেপি বিধায়ক বলেন, বাংলা ভাগ হবেই। যদিও এই দাবি প্র

  • |
Google Oneindia Bengali News

দলীয় কর্মসূচিতে কলকাতা সফরে বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) । এদিন তিনি কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেন। আর এদিন কার্শিয়াং (Karshiong) -এর বিজেপি বিধায়ক বলেন, বাংলা ভাগ হবেই। যদিও এই দাবি প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, তিনি অখণ্ড বাংলার পক্ষে। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিষয়টি নিয়ে দলের রাজ্য নেতাদের সতর্ক করেছেন।

বাংলা ভাগ হবেই

বাংলা ভাগ হবেই

এদিন কার্শিয়াং-এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেছে, বাংলার মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, গোর্খা সম্প্রদায়ের জন্য বাংলা ভাগের দাবি আদায় করেই ছাড়বেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও তা নিজের চোখেই দেখে যাবেন। উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতিদের নিয়েই আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাহাড়-সহ গোটা উত্তরবঙ্গ পিছিয়ে তাই পৃথক রাজ্যের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। সরাসরি তাঁর দাবিকে সমর্থন না করে দার্জিলিং-এর সাংসদ বলেছেন, শুধু পাহাড় নয়, তরাই, ডুয়ার্সের মানুষদের নিয়ে বিশেষ কিছু করার কথা বলেছেন। এর আগে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা এবং কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাংলা ভাগের দাবিতে সামিল হয়েছিলেন। সম্প্রতি বাংলা ভাগে দাবিতে কেএলও নেতা জীবন সিং-এর মন্তব্যকে সমর্থন করতে দেখা গিয়েছে জলপাইগুড়ির বিজেপি সাংসদকে। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ পৃথক রাঢ়বঙ্গের দাবি তুলেছিলেন।

 বাংলা ভাগ প্রশ্নে বিজেপি ভাগ

বাংলা ভাগ প্রশ্নে বিজেপি ভাগ

যদিও এই দিনই বাংলা ভাগের দাবিকে মেনে নিতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি বলেছেন, উত্তরবঙ্গের মানুষ হিসেবে তিনি অখণ্ড বাংলার পক্ষে। এর আগে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যও বাংলা ভাগের বিপক্ষেই সওয়াল করেছিলেন।

কড়া বার্তা নাড্ডার

কড়া বার্তা নাড্ডার

সূত্রের খবর অনুযায়ী, মাঝে মধ্যে বিজেপির সাংসদ-বিধায়কদের বাংলা ভাগের দাবি নিয়ে কড়া বার্তা দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি নাকি বলেছেন, দলের মধ্যে এব্যাপরে কথা বলেও, সাধারণ মানুষের সামনে যেন কোনও নেতা বিষয়টি সম্পর্কে কিছু না বলেন। যদিও বুধবার বিজেপির বৈঠক থেকে বেরনোর সময় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বিজেপি পৃথক রাঢ়বঙ্গ চায় না, কিন্তু সৌমিত্র খাঁ চায়। এব্যাপারে অবশ্য বিজেপির অন্য নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম

সামনের বছরে পঞ্চায়েত নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে জেপি নাড্ডা রাজ্য বিজেপির কর্মসূচির রূপরেখা তৈরি করছেন বলে সূত্রের খবর। এব্যাপারে বিধায়কদের জনসংযোগের সময় বেঁঝে দিয়েছেন ডেপি নাড্ডা। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টার মধ্যে নিজের বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে হবে। সার্টিফিকেট ছাড়াও অন্য কোনও প্রয়োজন, যা বিধায়ক মেটাতে পারবেন, তা শুনতে নির্দেশ দিয়েছেন জেপি নাড্ডা। এছাড়াও মাসে অন্তত পাঁচ দিন নিজের এলাকায় বেরোতে বলেছেন জেপি নাড্ডা।

Weather Update: থমকে মৌসুমী বায়ু, মিলছে না পাটিগণিত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: থমকে মৌসুমী বায়ু, মিলছে না পাটিগণিত! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
BJP President JP Nadda warns party leaders on claiming of Division of Bengal on fornt of Public
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X