দিলীপের ‘একলা চলার বার্তা’য় মুখভার মুকুলদের! জলদি তলবে জল্পনা বাড়ালেন নাড্ডা
মুকুল রায়কে দিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই বিতর্কের রেশ ধরেই দিলীপ ঘোষ দলকে কিছু বার্তা দিতে চেয়েছিলেন। তাঁর সেই 'বার্তা'ই কি এবার বুমেরাং হতে চলেছে? তা না হলে হঠাৎ দিলীপ ঘোষকে জরুরি তলব করলেন কেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা! এখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাঁর বাকসংযমে লাগাম টানার জন্যই কি তিনি ডেকে পাঠালেন, নাকি ২০২১ নির্বাচনের আগে অন্য কোনও পরিকল্পনা রয়েছে বিজেপির?

দিলীপের বাকসংযম হারানো, বিজেপি শিবির সঙ্কটে
দিল্লির বৈঠকের পর বিজেপি শিবিরে নানা ধন্দ তৈরি হয়েছে। প্রথমে মুকুল রায়ের বৈঠক থেকে বেরিয়ে যাওয়া। বৈঠকে মনোমালিন্যের কারণ নিয়ে তরজা। বিজেপির সঙ্গে মুকুল রায়ের দূরত্ব তৈরি নিয়ে নানা জল্পনা। তার ব্যাখ্যা দিতে গিয়ে দিলীপ ঘোষের বাকসংযম হারানো। এইসব নিয়েই বিজেপি শিবির এখন মহাসঙ্কটে পড়েছে।

দিলীপে পদত্যাগ-বার্তা ও বুকে পা দিয়ে রাজনীতি, বিতর্ক
সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতিকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। এমনকী দিলীপ ঘোষ পদত্যাগ করতে পারেন, এমন জল্পনাও তৈরি হয়েছিল। তার জবাবে তিনি বলে বসেন, দিলীপ ঘোষ যদি পদত্যাগ করতে চাইত, তবে এতদিন পদে থাকত না। আমি বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে, তার বুকে বা দিয়ে রাজনীতি করব।

দিলীপের বাক্যবাণ ভালো চোখে দেখছে না কেন্দ্রীয় নেতৃত্ব!
রাজনৈতিক মহল মনে করছে দিলীপ ঘোষের এহেন বাক্যবাণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি। সেই কারণেই তাঁকে বিজেপির সর্বভারতীয় সভাপতি তড়িঘড়ি দিল্লিতে তলব করতে পারেন। তাঁকে কড়া ধমক দেওয়া এবং ২০২১-এর আগে বাকসংযম রাখার বার্তা দেওয়াই বিজেপির প্রাথমিক লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

দিলীপের একা পরিবর্তনের বার্তায় জল্পনার পারদ চড়ছে
শুধু বুকে পা দিয়ে রাজনীতিতেই শেষ নয় দিলীপ ঘোষেক কু-মন্তব্য, তিনি হুঙ্কার ছাড়েন বাংলায় পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবেন। কারও যদি আত্মবিশ্বাস না থাকে, বিশ্বাস না থাকে, তাঁরা বাড়িতে বসে থাকুন। আমাদের মুখ্যমন্ত্রী হলে মিষ্টি খেয়ে যাবেন। দিলীপের এই মন্তব্য নিয়ে বিতর্ক দানা বাঁধে।

দিলীপকে তলবে বাক-শালীনতা রাখার বার্তা দেবেন নাড্ডা!
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য বিজেপির গোষ্ঠীকোন্দল আরও বাড়িয়ে দেবে। এর ফলে দলীয় কোন্দলের বিষয়টিও সামনে চলে আসে। আর দিলীপের এহেন মন্তব্য দিল্লিতে পৌঁছতেই নাড্ডার ডাক আসে। রাজ্য সভাপতির এহেন মন্তব্য দল ভালোভাবে নিচ্ছে না। তাই তাঁকে ডেকে বাক-শালীনতা রাখার বার্তা দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে।

দিলীপ নিজেই ব্যাখ্যা দিলেন কেন তলব করলেন নাড্ডাজি
তবে একইসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ এমন দাবিও করেছে, দিলীপ ঘোষকে ডাকা হয়েছে আসন্ন বিধানসভা ভোটের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুত করতে। দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, কেন ডেকেছেন সে কথা নাড্ডাজি স্পষ্ট করে বলেননি। তবে আমরা ওনার সময় চেয়েছিলাম। সেই কারণেও উনি ডাকতে পারেন। আসন্ন ভোট নিয়ে আলোচনাও হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

২০২১ নির্বাচনের আগে বিতর্ক-বিরোধ বিপাক বিজেপি
তবে সম্প্রতি বিজেপিকে নিয়ে যে বিতর্ক তৈরি হচ্ছে, তা ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলের ক্ষতি করতে পারে। কেননা দলে এখন হাজারো গোষ্ঠী। সেই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে দলের লক্ষ্য স্থির রাখতে হলে নেতৃত্বের সংযম রক্ষা করা জরুরি। কিন্কু নেতা কথায় সংযম হারালে বা তাঁর কথায় শালীনতা না থাকলে বিতর্ক-বিরোধ তৈরি হতে বাধ্য।