For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে পরিবর্তনের হুঙ্কারের পরই ধীরে চলো নীতি! শনিবার অমিতের রাজ্য সফর স্থগিত

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ শনিবার রাজ্যে আসার বার্তা দিলেও, হাইকোর্টের রায়ের পর মত বদল করলেন। তিনি শনিবার আসছেন না রাজ্যে।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ শনিবার রাজ্যে আসার বার্তা দিলেও, হাইকোর্টের রায়ের পর মত বদল করলেন। তিনি শনিবার আসছেন না রাজ্যে। দিল্লির অশোকা রোডের বিজেপি দফতর সূত্রে জানানোর হয়েছে, রথযাত্রা নিয়ে আইনি সমস্যা মিটলেই তিনি আসবেন রাজ্যে। এবং রাজ্যে তিনটি রথের সূচনা করবেন।

মমতাকে পরিবর্তনের হুঙ্কারের পরই ধীরে চলো নীতি! শনিবার অমিতের রাজ্য সফর স্থগিত

শুক্রবার অমিত শাহের সাংবাদিক বৈঠকের অদ্যাবধি পরে হাইকোর্ট রথযাত্রা নিয়ে বিজেপির পক্ষে ইতিবাচক রায় দান করে। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়ে এক সপ্তাহের মধ্যে রাজ্য প্রশাসনকে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বসে রথযাত্রার দিনক্ষণ চূড়া্ন্ত করার নির্দেশ দেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। তারপরও কেন অমিত শাহ শনিবারের রাজ্য সফর বাতিল করলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, শনিবার অমিত শাহ রাজ্য সফরে আসছেন না। শনিবার রাজ্য নেতৃত্ব স্থির করবে কবে কোথায় সভা করবেন অমিত শাহ। তারপর হাইকোর্টের রায়ে নৈতিক জয় হয়েছে বিজেপির। তাই দলগত আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই অমিত শাহের রাজ্যে আসার দিনক্ষণ চূড়ান্ত হবে।

উল্লেখ্য, এদিন রথযাত্রা স্থগিত হওয়া প্রসঙ্গে রাজ্য বিজেপিকে যেমন ধীরে চলার বার্তা দিয়েছেন তিনি, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। মমতাকে নিশানায় শাহ বলেন, বাংলার জনতা পরিবর্তন চাইছে। জনতাই বিজেপিকে আনার চেষ্টা করছে বাংলার ক্ষমতায়। আমাদের বিশ্বাস সেই পরিবর্তন অবশ্যম্ভাবী।

২০১৯-এ অধিকাংশ আসন বিজেপিই জিতবে। তৃণমূলের আমলে জঙ্গিরাজ চলছে রাজ্যে। মাফিয়াদের রমরমা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরাই এই মাফিয়ারাজ চালাচ্ছে বলে অভিযোগ তাঁর। তাই পশ্চিমবঙ্গ থেকে মাফিয়ারাজের অবসান ঘটাতে তৎপর বাংলার মানুষ।

English summary
BJP President Amit Shah will not come in West Bengal on Saturday. He will come after legal problem solve with Rathyatra,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X