For Daily Alerts
এমাসেই ফের রাজ্যে আসছেন অমিত শাহ! করবেন জনসভা
এমাসেই ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, ২৯ জানুয়ারি কাঁথিতে সভা করবেন তিনি। ২২ জানুয়ারি মালদহে সভা করেন অমিত শাহ। সেদিন রাজ্যে থাকার কথা থাকলেও, শরীর খারাপের জন্য ফিরে যেতে বাধ্য হন তিনি। অমিত শাহের ফিরে যাওয়া নিয়ে বিরোধী মহলে কটাক্ষও করা হয়েছিল।

২২ জানুয়ারি মালদহে সভা করেছিলেন অমিত শাহ। শুধু সেদিন নয়, পরের দিনও রাজ্যে সভা করার কথা ছিল। দিন কয়েক আগেই সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন অমিত শাহ। ভর্তি হয়েছিল দিল্লির এইমসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই চলে আসেন পশ্চিমবঙ্গে।
বিজেপি সূত্রে খবর, ২৯ জানুয়ারি প্রথমে কাঁথিতে সভা করবেন অমিত শাহ। তারপর সেখান থেকে হেলিকপ্টারে চলে যাবেন ওড়িশায়।