For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ কৌশলে লোকসভায় মাত দিতে ছক তৈরি অমিত শাহের, প্রতি রাজ্যকে কড়া নির্দেশ

২০১৪ হাওয়া নেই। ২০১৯-এ তাই নতুন করে ছক কষছেন অমিত শাহ। মোদীর দলের চাণক্য এখন প্ল্যান-বি প্রয়োগ করে লোকসভা ভোটে মাত করতে চাইছেন।

Google Oneindia Bengali News

২০১৪ হাওয়া নেই। ২০১৯-এ তাই নতুন করে ছক কষছেন অমিত শাহ। মোদীর দলের চাণক্য এখন প্ল্যান-বি প্রয়োগ করে লোকসভা ভোটে মাত করতে চাইছেন। বিরোধীদের বাড়বাড়ন্ত কমাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে পরিকল্পনা রচনা করেছেন, তা ইতিমধ্যে পাঠিয়েও দেওয়া হয়েছে প্রতিটি রাজ্য নেতৃত্বের কাছে।

২২ কৌশলে লোকসভায় মাত দিতে ছক তৈরি অমিত শাহের

সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনকে টার্গেট করতে ২২ দফা রণকৌশল মেনে চলতে হবে। প্রতিটি রাজ্য নেতৃত্বের মতো বঙ্গ নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ২২ কৌশল কার্যকর করতে। কী রয়েছে এই ২২ দফা কৌশলে। অতি গোপন এই রণকৌশল হলেও, বিশ্বস্তসূত্রে জানা গিয়েছে, কংগ্রেস-সহ বিরোধী বধে একটা ছক তৈরি করেছেন অমিত।

এই রণকৌশল অনুযায়ী রাজ্যভিত্তিক প্রতিটি বুথকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ, বি, সি, ডি। এই চার বিভাগে বুথগুলিকে ভাগ করে প্রতিটি বুথকে টার্গেট করতে বলা হয়েছে। এই নীতিতে চার রকমের বুথের জন্য ভিন্ন নিয়ম। এ মার্কা বুথ মানে বিজেপির আধিপত্য। বি মার্কা বুথে বিজপি ও বিরোধীরা সমান-সমান। সি মার্কা বুথে বিজেপি চ্যালেঞ্জার হিসেবে উঠে আসছে।

আর ডি মার্কা বুথে এখনও পদ্ম ফোটেনি। সেখানে পদ্ম ফোটাতে হবে। এই তার রকমের বুথের জন্য চার রকমের দাওয়াই স্থির করা হয়েছে।

সেইসঙ্গে বলা হয়েছে প্রতিটি বুথেই কমিটি গঠন করতে হবে। স্মার্টফোন ব্যবহারকারী ভোটারদের একটা তালিকা প্রস্তুত করতে হবে প্রতিটি বুথ কমিটিকে। সেই মতো প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট কথা সোশাল মিডিয়া প্রচারকে হাইটেক পর্যায়ে নিয়ে যেতে চাইছে বিজেপি। আর প্রতিটি বুথেই বাইকবৈহিনী তৈরি রাখতে বলা হয়েছ।

সম্প্রতি পশ্চিমবঙ্গে এসে তিনি যেমন এ ব্যাপারে বিশেষ বার্তা দিয়ে গিয়েছেন। এবার ওড়িশা সফরেও তিনি তাঁর পরিকল্পনা শেয়ার করবেন রাজ্য নেতাদের সঙ্গে। প্রয়োজনে তিনি কয়েকজনের সঙ্গে এককভাবে কথাও বলবেন। মোদী এবার প্রত্যেক রাজ্যেই নিজের একজন লোক পাঠাতে চাইছেন। সেইমতো তাঁর কথা শুনে চলতে হবে। তিনি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যাবেন, তা অবিলম্বে কার্যকর করতে হবে।

[আরও পড়ুন:তৃণমূল মহাসচিবের বাড়িতে হঠাৎ কেন কংগ্রেস সাংসদ-বিধায়করা, তবে কি শেষের দিন শুরু][আরও পড়ুন:তৃণমূল মহাসচিবের বাড়িতে হঠাৎ কেন কংগ্রেস সাংসদ-বিধায়করা, তবে কি শেষের দিন শুরু]

English summary
BJP president Amit Shah wants to apply a special plan to win Loksabha Election. He orders to divide all states to four kind of booth,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X