For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ায় সম্পর্ক গড়ে সমর্থন চাইলেন অমিত শাহ, বললেন বিজেপির সারা দেশে ১ কোটি পরিবার চাই

পুরুলিয়া সফরে বিজেপি সভাপতি অমিত শাহ এক সমাবেশে ভাষণ দেন এবং বলেন, মমতা সরকারের দিন শেষ হয়ে আসছে।

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়া সফরে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। লাগদা গ্রামের বিভিন্ন বাড়িতে যান তিনি। কথা বলেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। অমিত জানান, গ্রামের মানুষদের সঙ্গে সম্পর্ক গড়তেই তিনি পুরুলিয়ায় এসেছেন। আর সম্পর্ক থেকেই সমর্থন আসে।

পুরুলিয়ায় সম্পর্ক গড়ে সমর্থন চাইলেন অমিত শাহ

পঞ্চায়েতে পুরুলিয়ার ভাল ফল করছিল বিজেপি। তারপরই খুন হল এখানকার দুই বিজেপি নেতা কর্মী। যেকথা পৌঁছায় অমিত শাহের কানেও। বিজেপি রাজ্য নেতাদের অনুরোধেই তিনি বৃহস্পতিবার পুরুলিয়ায় আসেন। সৈনিক স্কুলের মাঠে হেলিকপ্টার থেকে নেমেই তিনি রাহুল সিনহাকে নিয়ে বিভিন্ন বাড়িতে যান।

বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীর সরকারের গত চার বছরের কাজের কথা তুলে ধরেন। গ্রামের জন্য নরেন্দ্র মোদী যে কাজ করেছেন তা জানান। বাংলায় লেখা লিফলেটও বিলি করেন। তিনি বলেন, 'সরকারের ৪ বছরের কাজ সম্পর্কে জানানোর জন্যই বাড়ি বাড়ি যাচ্ছি। বিজেপির লক্ষ্য দেশের এককোটি পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।'

এরপর শিমুলিয়া ময়দানে বেলা তিনটে থেকে চারটে পর্যন্ত তিনি জনসভা করেন। শিমুলিয়ায় উপস্থিত ছিলেন খুন হওয়া তিন BJP কর্মীর পরিবার-পরিজনরা। তাঁদের উপস্থিতিতে অমিত শাহ বলেন, মমতা সরকার বিজেপি কর্মীদের বেছে বেছে খুন করছে। তবে এই সরকার আর বেশিদিন নেই। তিনি তারা পিঠে পূজো দিয়ে মমতা সরকারকে উৎখাত করার শক্তি প্রার্থনা করেছেন।

English summary
BJP president Amit Shah in Purulia tour addressing a rally and says the end of mamata government is coming.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X