For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৯টি রাজ্য-জয়ের কোনও দাম নেই! মমতার রাজ্যে এসে কেন এ কথা অমিত শাহের

দেশের ১৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু বাংলার ক্ষমতা গেরুয়া শিবিরের কাছে আজও অধরা। সেই ৯৮ সাল থেকে জাতীয় রাজনীতিতে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠলেও বাংলার সংস্কৃতিতে ঠাঁই হয়নি মোদী-শাহের দলের।

  • |
Google Oneindia Bengali News

দেশের ১৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু বাংলার ক্ষমতা গেরুয়া শিবিরের কাছে আজও অধরা। সেই ৯৮ সাল থেকে জাতীয় রাজনীতিতে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠলেও বাংলার সংস্কৃতিতে ঠাঁই হয়নি মোদী-শাহের দলের। তাই এবার বাংলার উন্নয়ন ঘটাতে নরেন্দ্র মোদীকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

১৯টি রাজ্য-জয়ের কোনও দাম নেই অমিত শাহের কাছে

তিনি বলেন, বাংলা-বিজয় ছাড়া আমাদের ১৯টি রাজ্যে ক্ষমতায় থাকার কোনও মূল্য নেই। তাই যে কোনও মূল্যে বাংলার ক্ষমতা দখল করতে হবে। তাঁর কথায়, বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র ভূমি। দলের প্রতিষ্ঠার রাজ্যেই যদি বিজেপি ঠাঁই না পায় তবে, ১৯টি রাজ্যে ক্ষমতায় থাকার কী মূল্য!

তিনি বাংলার উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কেন মোদীকে দরকার বাংলার, তার ব্যাখ্যা করেন অমিত শাহ। বলেন, বাংলা থেকে ৪২-এ ২২ চাই। তাহলেই বাংলায় পরিবর্তন আসবে। আর বাংলার মাটিতে ফুটবে পদ্ম। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র মাটিতে পদ্ম ফোটাতেই হবে। এটাই আমাদের অঙ্গীকার হোক ক্ষুদিরামের প্রয়াণ দিবসের।

১৯টি রাজ্য-জয়ের কোনও দাম নেই অমিত শাহের কাছে

তিনি বাংলা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বলেন, শ্যামাপ্রসাদের পবিত্র ভূমিতে পদ্ম ফোটাতে আমি সব জেলায় যাব। প্রচার করব। এদিন এনআরসি থেকে দুর্নীতি, অনুপ্রবেশকারী থেকে শরণার্থী- বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। কার্যত লোকসভার প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মূলত আক্রমণ করেন অমিত শাহ। তাঁর বার্তা, বাংলার উন্নতি একমাত্র করতে পারে বিজেপি। বামেরা পারেনি, তৃণমূলও পারবে না। তাই বাংলায় বিজেপিকে দরকার।

[আরও পড়ুন : মোদীকে একবার সুযোগ দিন, বাংলা থেকে লোকসভায় ২২-এর 'প্রার্থনা' অমিত শাহের][আরও পড়ুন : মোদীকে একবার সুযোগ দিন, বাংলা থেকে লোকসভায় ২২-এর 'প্রার্থনা' অমিত শাহের]

তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে অমিত শাহ বলেন, মমতাদি, আমরা কী করে বাংলা বিরোধী হতে পারি। আমাদের পার্টির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা রামকৃষ্ণ-বিবেকানন্দকে পূজা করি, তাহলে আমরা কী করে বাংলা বিরোধী হতে পারি। আমরা বাংলা বিরোধী নই, আমরা মমতা বিরোধী।

English summary
BJP president Amit Shah fixes target for victory of Bengal. He says there is no value of victory of 19 states. He gives message to defeat of Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X