For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে দুর্নীতি-কেলেঙ্কারিতে ডুবছেন নেতারা! বঙ্গ বিজেপিকে বার্তা অমিতের

ক্রমশ এগিয়ে আসছে পাখির চোখ লোকসভা ভোট। কিন্তু আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কড় প্রতিপক্ষকে টক্কর দিতে তৈরি বিজেপির বঙ্গ ব্রিগেড?

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ এগিয়ে আসছে পাখির চোখ লোকসভা ভোট। কিন্তু আদৌ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কড় প্রতিপক্ষকে টক্কর দিতে তৈরি বিজেপির বঙ্গ ব্রিগেড? সেই প্রশ্নের মাঝেই নতুন এক সমস্যা এসে হাজির। দুর্নীতি-কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে বিজেপি নেতাদের নাম। ইতিমধ্যে বাংলার এক নেতা গ্রেফতারও হয়েছেন।

লোকসভার আগে দুর্নীতি-কেলেঙ্কারিতে ডুবছেন নেতারা! বঙ্গ বিজেপিকে বার্তা অমিতের

এই অবস্থায় বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বিশেষ চিন্তায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করতে কী রণকৌশল নিয়ে এগোবেন তাঁরা। তা স্থির করতেই দিলীপ ঘোষকে তলবে করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই কারণে আগামী ২৮ সেপ্টেম্বর দিল্লি উড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি।

কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই বুঝে গিয়েছে, এবার বিজেপিশাসিত রাজ্যগুলিতে আগের মতো সাফল্য পাবে না গেরুয়া শিবির। সেই কারণে বাংলা থেকে কিছু আসন জিততে মরিয়া মোদী-শাহরা। পাখির চোখ করেই এগোচ্ছেন তাঁরা। বঙ্গ নেতৃত্বকে দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ। তাই আবার একবার বঙ্গ বিজেপির তিন মুখকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে।

এবার দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা যাচ্ছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে আলোচনা করতে। একইসঙ্গে এই বৈঠকে তাঁদের মুখোমুখি হতে হবে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের। কেননা এলপিজি দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজেপির বেশ কিছু নেতার। ইতিমধ্যেই একজন নেতা গ্রেফতার হয়েছেন।

[আরও পড়ুন: বিরোধী সুর এবার বিজেপি বিধায়কের গলায়! মোদীর 'স্বপ্ন'কেই চ্যালেঞ্জ][আরও পড়ুন: বিরোধী সুর এবার বিজেপি বিধায়কের গলায়! মোদীর 'স্বপ্ন'কেই চ্যালেঞ্জ]

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আরও জানতে চাইছে, এলপিজি দুর্নীতির বীজ কতদূর ছড়িয়েছে দলের অন্দরে। শুধু এলপিজি দুর্নীতিই নয় সাম্প্রতিক আরও কিছু ঘটনায় রাজ্য বিজেপি অস্বস্তিতে রয়েছে। সেইসব ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে লোকসভায় তা খতিয়ে দেখতে চাইছেন অমিত শাহরা।

[আরও পড়ুন:গোয়া নিয়েও রক্ষাকর্তা সেই অমিত শাহই! বাতলে দিলেন সরকার রক্ষার উপায়][আরও পড়ুন:গোয়া নিয়েও রক্ষাকর্তা সেই অমিত শাহই! বাতলে দিলেন সরকার রক্ষার উপায়]

একইসঙ্গে রাজ্য বিজেপি কেন কোনও ইস্যুকে খাঁড়া করতে পারছে না, আন্দোলনে ঝড় তুলতে পারছে না, সেই প্রশ্নেরও মুখোমুখি হতে হবে। উল্লেখ্য, সাম্প্রতিক ইসলামপুর-কাণ্ডকেও ইস্যু করতে ব্যর্থ হয়েছে বিজেপি। বরং লাভের গুড় খেয়েছে সিপিএম। বিজেপি এই ইস্যুকে হাতে নিতে চারদিন কাটিয়ে দেয়। তারপর বনধ ডাকে। তাও নবান্ন অভিযানের কর্মসূচি বাতিল করে।

[আরও পড়ুন:জ্বালানির ছ্যাঁকা অব্যাহত! পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকার অঙ্ক ছুঁল][আরও পড়ুন:জ্বালানির ছ্যাঁকা অব্যাহত! পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকার অঙ্ক ছুঁল]

English summary
BJP President Amit Shah calls Dilip Ghosh brigade to Delhi for discussion. Bengal BJP now is in trouble for corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X