For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে আঘাত হেনেই বাংলায় ক্ষমতা লাভের রণকৌশল তৈরি বিজেপির

তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে আঘাত হেনেই বাংলায় ক্ষমতা লাভের রণকৌশল তৈরি বিজেপির

  • |
Google Oneindia Bengali News

২০১১-য় বাংলায় তৃণমূল ক্ষমতায় আসার আগে থেকেই তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছিল দক্ষিণ কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ১৯৯১ সাল থেকে দক্ষিণ কলকাতা আসনে জিতে আসছেন। ২০১১-য় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র ভবানীপুর থেকে বিধা্য়ক নির্বাচিত হন। এবার তৃণমূলের এই ঘাঁটিকেই টার্গেট করল বিজেপি।

তৃণমূলের ঘাঁটিতেই তৃণমূলকে থাবা বসানোর পরিকল্পনা

তৃণমূলের ঘাঁটিতেই তৃণমূলকে থাবা বসানোর পরিকল্পনা

২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে হটানোর জন্য তাঁর কেন্দ্রকেই বেছে নিল বিজেপি। দক্ষিণ কলকাতা রাজনৈতিক জেলার বিজেপি সভাপতি শঙ্কর শিকদার বলেন, তৃণমূলের ঘাঁটিতেই তৃণমূলকে শেষ করে দিয়ে আমরা বাংলার ক্ষমতায় আসব। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব তাঁর কেন্দ্রেই।

শ্যামাপ্রসাদের জন্মস্থান দক্ষিণ কলকাতাতে টার্গেট বিজেপির

শ্যামাপ্রসাদের জন্মস্থান দক্ষিণ কলকাতাতে টার্গেট বিজেপির

বিজেপি এখন বাংলার রাজধানী কলকাতার দখল আগে নিতে চাইছে। সেইজন্য পাখির চোখ করেছে মমতার কেন্দ্র ভবানীপুর-সহ দক্ষিণ কলকাতাকে। উত্তর কলকাতা একটা বড় অংশ বিজেপির দিকে রয়েছে। অর্থাৎ উত্তর কলকাতায় বিজেপি পাল্লাভারী। এবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোধ্যায়ের জন্মস্থান দক্ষিণ কলকাতাতে টার্গেট করল বিজেপি।

দক্ষিণ কলকাতা থেকে যত বেশি সংখ্যক আসন জিততে হবে

দক্ষিণ কলকাতা থেকে যত বেশি সংখ্যক আসন জিততে হবে

দক্ষিণ কলকাতার সভাপতি নির্বাচিত হয়ে বেহালা সখের বাজারে একটি কর্মিসভা করেন শঙ্কর শিকদার। ১২৩ ওয়ার্ডের পার্টিকর্মীদের নিয়ে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির নবনির্বাচিত জেলা সভাপতি। তিনি পার্টিকর্মীদের কাছে আর্জি জানান, আমাদের দক্ষিণ কলকাতা থেকে যত বেশি সংখ্যক আসন জিততে হবে।

পাহাড়-জঙ্গলমহলের পর এবার কলকাতাকে টার্গেট বিজেপির

পাহাড়-জঙ্গলমহলের পর এবার কলকাতাকে টার্গেট বিজেপির

বিজেপি এর আগে পাহাড় ও জঙ্গলমহলকে টার্গেট করেছিল। দুই-ই এখন বিজেপির দখলে। অন্তত ২০১৯-এর লোকসভা নির্বাচনের পর তা বলাই যায়। জঙ্গলমহল ও পাহাড়-সহ উত্তরবঙ্গের সমস্ত লোকসভা আসন বিজেপি দখল করেছে। ফলে তাঁদের প্রাধান্য প্রশ্নাতীত। তাই পাহাড়-জঙ্গলমহলের পর এবার কলকাতাকে টার্গেট করায় বিরাট চ্যালেঞ্জের মুখে তৃণমূল কংগ্রেস।

বদলাচ্ছে অপরাধের ধরন! ভুয়ো খবর রুখতে সাইবার ক্রাইম অফিসারদের বিশেষ প্রশিক্ষণ রাজ্যেরবদলাচ্ছে অপরাধের ধরন! ভুয়ো খবর রুখতে সাইবার ক্রাইম অফিসারদের বিশেষ প্রশিক্ষণ রাজ্যের

English summary
BJP prepares a game plan to win in TMC’s fort where Mamata Banerjee creates history of 30 years winning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X