For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ব্লু-প্রিন্ট তৈরি করল জঙ্গলমহলে হারানো জমি পুনরুদ্ধারে, ‘ময়দানে’ বিধায়করা

২০১৯-এর লোকসভায় জঙ্গলমহলে জমি তৈরি করতে সফল হয়েছিল বিজেপি। দু-বছরের মধ্যেই ২০২১-এর বিধানসভায় সেই জমি হারিয়ে ফেলেছে তারা। এবার হারানো জমি পুনরুদ্ধারে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি।

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভায় জঙ্গলমহলে জমি তৈরি করতে সফল হয়েছিল বিজেপি। দু-বছরের মধ্যেই ২০২১-এর বিধানসভায় সেই জমি হারিয়ে ফেলেছে তারা। এবার হারানো জমি পুনরুদ্ধারে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি। জঙ্গলমহল উদ্ধারে ব্লু-প্রিন্ট তৈরি। বিধায়কদের কড়া অনুশাসনে বেঁধে ময়দানে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির তরফে।

নীল নকশা তৈরি করেছে বিজেপি

নীল নকশা তৈরি করেছে বিজেপি

পুরুলিয়া জেলার বিধায়কদের নিয়ে নীল নকশা তৈরি করেছে বিজেপি। দলীয় কার্যালয়ে নিয়মিত বসতে হবে, মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে, জনসেবামূলক কাজকর্মে নিয়োজিত রাখতে হবে, এলাকার উন্নয়নে পরিকল্পনা করতে হবে বিধায়কদের। কী কী কাজ করছেন, তা নিয়মিত ডায়েরিভুক্ত করে নির্দিষ্ট সময়ে দলকে জানাতেও হবে।

বিধায়কদের খুঁজতে যেন হন্যে হতে না হয় মানুষকে

বিধায়কদের খুঁজতে যেন হন্যে হতে না হয় মানুষকে

বিজেপির সাফ কথা, মানুষের ভোটে জিতে বিধায়ক হয়েছেন যাঁরা, তাঁদের খুঁজতে যেন হন্যে হতে না হয় মানুষকে। মানুষ যেন তাঁদের সমস্যার কথা বিধায়কদের বলতে পারে। বিধায়ককে কোথায় পাওয়া যাবে তা যেন সমস্ত মানুষ জানে। এজন্য এলাকরা বিধায়কদের কোথায় পাওয়া যাবে, ঠিকানা ও ফোন নম্বর সহযোগে হোয়াটসঅ্যাপে প্রচার করছে বিজেপি।

বিজেপির পক্ষ থেকে রুটিন তৈরি, কে কবে দায়িত্বে

বিজেপির পক্ষ থেকে রুটিন তৈরি, কে কবে দায়িত্বে

বিজেপির পক্ষ থেকে একটা রুটিন তৈরি করে দেওয়া হয়েছে। কে কবে কখন থাকবেন পার্টি অফিসে, তার তালিকা তৈরি হয়েছে। পুরুলিয়ার দুলমিতে লোকসভা কার্যালয়ই এখন জেলা বিজেপির অফিস। এখানে সোমবার থাকবেন জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো। মঙ্গলবার থাকবেন কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা, বুধবার থাকবেন বলরামপুরের বিধায়ক বানেশ্বর মাহাতে। বৃহস্পতিবার পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, শুক্রবার রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউড়ি আর শনিবার থাকবেন পারার বিধাক নদিয়াচাঁদ বাউড়ি।

বিধায়কের দলীয় কার্যালয়ে বসা বাধ্যতামূলক

বিধায়কের দলীয় কার্যালয়ে বসা বাধ্যতামূলক

পুরুলিয়া জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী রুটিন প্রকাশ করে সাফ জানিয়ে দিয়েছেন, দুপুর ১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের থাকতে হবে। নিজ এলাকার বিধায়ককে পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। সপ্তাহের ৬ দিন ৬ জন বিধায়ককে দলীয় কার্যালয়ে বসা বাধ্যতামূলক করেছে বিজেপি।

English summary
BJP prepares a blue-print to recover the land of Jangalmahal after Assembly Election defeat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X