For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশে বাংলা হবে বিজেপির দুর্গ, ভার্চুয়াল ব়্যালির আড়ালে লুকিয়ে বিজেপির কোন ষড়যন্ত্র

একুশে বাংলা হবে বিজেপির দুর্গ, ভার্চুয়াল ব়্যালির আড়ালে লুকিয়ে বিজেপির কোন মারণাস্ত্র

Google Oneindia Bengali News

এগিয়ে আসছে একাধিক রাজ্যের বিধানসভা ভোট। পূর্বভারতে এবার মোদীর টার্গেট অবিজেপি রাজ্যগুলি। একমাত্র ওড়িশা এবং পশ্চিমবঙ্গেই রয়েছে অবিজেপি সরকার। এই দুটি দখল করতে পারলেই পুরো পূর্বভারত বিজেপির দখলে চলে আসবে। আর সেই কারণেই বিজেপি এখন পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গকে। আর ক্ষমতা দখলের মরিয়া চেষ্টায় একের পর এক মিথ্যে বলে চলেছে তারা। ভার্চুয়াল ব়্যালির নামে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে অমিত শাহরা।

টার্গেট একুশ

টার্গেট একুশ

কোরনা, আম্ফান জলাঞ্জলি দিয়ে বিজেপি এখন পাখির চোখ করেছে পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা ভোটকে। একদিকে কলকাতার স্তূতি করছেন মোদী। অন্যদিকে ভার্চুয়াল ব়্যালি করে বঙ্গে রাজনৈতিক অস্থিরতা তৈরি করছেন অমিত শাহরা। দুই পরস্পর বিরোধী আচরণে বঙ্গের মানুষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। আর এটাই বিজেপির মূল লক্ষ্য।

পূর্ব ভারত দখলে মরিয়া

পূর্ব ভারত দখলে মরিয়া

পশ্চিমবঙ্গ আর ওড়িশা ছাড়া পূর্বের সব রাজ্যই বিজেপির দখলে। তাই এই দুই রাজ্য দখলে সব পন্থা অবলম্বন করে চলেছে বিজেপি। ওড়িশায় ভার্চুয়াল ব়্যালি করে দলের কর্মীদের চাঙ্কা করতে ভুল বোঝাচ্ছে শীর্ষ নেতারা। অমিত শাহ দাবি করছেন ওড়িশা এখন বিজেপির গড়ে পরিণত হয়েছে। এতোটাই উন্নত হয়েছে ওড়িশা যে পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে আর কাজ খুঁজতে হবে না।

পশ্চিমবঙ্গে বিজেপির দাবি

পশ্চিমবঙ্গে বিজেপির দাবি

পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস অর্জনে মরিয়া অমিত শাহরা আম্ফান, করোনা আর পরিযায়ী শ্রমিক এই তিন অস্ত্রকে হাতে তুলে নিয়েছে। রাজ্যে গরিব মানুষরা কেন্দ্রের সুচিকিৎসার প্রকল্পের সুবিধা পাচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। শ্রমিক স্পেশাল ট্রেন নিতে চাইছে না মমতা সরকার। শ্রমিক স্পেশাল ট্রেনকে করোনা এক্সপ্রেস বলছেন মুখ্যমন্ত্রী। এরকম একাধিক অভিযোগে তিরে শাসক দলকে বিঁধেছেন অমিত।

এলইডি স্ক্রিন ভাড়া করে বিপুল প্রচার

এলইডি স্ক্রিন ভাড়া করে বিপুল প্রচার

অমিত শাহের ভার্চুয়াল সভা বুথ স্তরে পৌঁছে দিতে এলাহি আয়োজন করা হয়েছিল রাজ্যে। প্রায় ৭০০০ বুথে এলইডি স্ক্রিনে বিজেপি কর্মী সমর্থকদের দেখানো হয়েছে অমিতের সেই ভাষণ। যাতে পরিযায়ী শ্রমিক থেকে শুরু গরিব মানুষের চিকিৎসা, কর্মসংস্থান সব ইস্যুতেই রাজ্যে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির সেনাপতি।

অ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে দেহ, গড়িয়ার শ্মাশানে দেহকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপেরঅ্যাসিডে পুড়িয়ে দেওয়া হয়েছে দেহ, গড়িয়ার শ্মাশানে দেহকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের

English summary
BJP plotin for assembly election in West Bengal through virtual rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X