প্রশান্ত কিশোরকে রুখবেন মুকুল রায়! একুশের লক্ষ্যে কৌশল রচনা অমিত শাহের
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের জারিজুরি শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুকুল রায়। তৃণমূলের সমস্ত পরিকল্পনা বিফল করে দিয়েছিলেন বঙ্গ রাজনীতির চাণক্য। তারপরই বাংলায় আগমন ঘটে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের। মুকুল রায়ের বিজয়রথের চাকা তিনিই প্রথম আটকান। এবং বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ২০২১-এর আগে। এবার তাঁকে আটকাতেই পরিকল্পনা বিজেপিতে।

২০২১-এর নির্বাচনের মুখে ফের মুকুল সক্রিয়
কিন্তু প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নিয়ে সমস্ত পুরসভা-পঞ্চায়েত পুনর্দখল করার পরই, বিজেপিতে মুকুল রায়ের গুরুত্ব সাময়িকভা্বে হ্রাস পায় কিংবা মুকুল রায় নিজেকে গুটিয়ে নেন। ২০২১-এর নির্বাচনের মুখে ফের মুকুল রায় সক্রিয় হচ্ছেন। রাজনৈতিক মহল মনে করছে, মুকুল ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন প্রশান্ত কিশোরকে পাল্টা দিতে।

বঙ্গ রাজনীতিতে অস্তিত্বের প্রমাণ দিয়েছেন মুকুল
মুকুল রায় পদ পান কি না তা নিয়ে জল্পনার পাশাপাশি তাঁর তৃণমূলে ফেরত যাওয়া প্রসঙ্গও বারেবারে উঠে এসেছে চর্চায়। মুকুল রায় বনাম দিলীপ ঘোষের দ্বন্দ্ব সামনে এসেছে। সেই সব রটনার অবসান ঘটিয়ে মুকুল রায়কে ফের সক্রিয় হতে দেখা গিয়েছে। বীরভূমে তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে হানা দিয়ে ফের বঙ্গ রাজনীতিতে নিজের অস্তিত্বের প্রমাণ দিয়েছেন।

অমিত শাহের দূত কৈলাশ ফিরতেই সক্রিয় মুকুল
বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর শুনেই কৈলাশ বিজয়বর্গীয়কে পাঠিয়েছিলেন অমিত শাহ। অমিত শাহের দূত হয়ে এসে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপরই দিলীপের বাড়িতে সটান মুকুলকে নিয়ে হাজির হয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁদের বৈঠক শেষে ঐক্যের সুর ধ্বনিত হয়। মুকুল-দিলীপ কাঁধে কাঁধ মিলিয়ে ২০২১-এর লড়াইয়ে সামিল হবেন বলে জানান।

পিকের গতিবিধি রুখতে ময়দানে নামলেন মুকুল
কৈলাশের বাংলায় ফেরত আসার পরই বিজেপির ভোলবদলাতে থাকে। মুকুল রায়কে ফের ময়দানে নামাতে সমর্থ হন তিনি। মুকুল রায় অনুব্রত মণ্ডলের গড়ে গিয়ে হানা দেন তৃণমূল নেতার বাড়িতে। যা নিয়ে এখন জোর চর্চা চলছে। রাজনৈতিক মহল মনে করছে মুকুলকে ময়দানে নামিয়ে পিকের গতিবিধি রুখতে তৎপর হয় বিজেপি।

প্রশান্ত-কৌশলে তৃণমূলে যোগ দেওয়ার ঢল
প্রশান্ত কিশোর সম্প্রতি তৃণমূলের সংগঠন বাড়ানোর নতুন এক পন্থা নিয়েছেন। বিরোধী দল ভাঙিয়ে তিনি স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের তৃণমূলে আনতে চাইছেন। পিকের টিম এই লক্ষ্যে কাজ করছে। কর্মীদের দল ভাঙিয়ে তৃণমূলে আনা হচ্ছে। করোনাকালে দীর্ঘদিন ধরেই তৃণমূলে যোগ দেওয়ার ঢল শুরু হয়েছে বিজেপি বা বিরোধী দল ভেঙে।

পিকের টিমের তৃণমূলের শক্তি বাড়ানোর পদক্ষেপ
মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন, যাঁরা ভুল করে বিজেপিতে বা অন্য দলে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। এরপর ভোটকৌশলী প্রশান্ত কিশোর দলনেত্রীর এই বার্তাকে সাফল্যে পরিণত করতে ময়দানে নামিয়ে দেন তাঁর পুরো টিমকে। জেলায় জেলায় ঘুরে পিকের টিম তৃণমূলের শক্তি বাড়ানোর পদক্ষেপ নেয়।
পিকের টিমের 'সদস্যে'র টাকা চেয়ে ফোন! পুলিশের হাতে দিলেন প্রভাবশালী তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে