For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০২০-র পুরভোটে জয়, বাড়ির দরজায় দরজায় কড়া নাড়বেন বিজেপির কুশীলবরা

২০২১ বিধানসভা নির্বাচনের বিজেপি ২০২০-র পুরভোটে দাগ কাটতে বদ্ধপরিকর। নবান্ন দখলের আগে কলকাতার ছোট লালবাড়ি দখল নিতে চাইছে তারা। সেই কারণে বসে না থেকে বিজেপি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে।

Google Oneindia Bengali News

২০২১ বিধানসভা নির্বাচনের বিজেপি ২০২০-র পুরভোটে দাগ কাটতে বদ্ধপরিকর। নবান্ন দখলের আগে কলকাতার ছোট লালবাড়ি দখল নিতে চাইছে তারা। সেই কারণে বসে না থেকে বিজেপি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। লক্ষ্যস্থির রেখেই বিজেপি এবার কড়া নাড়তে চলেছে কলকাতাবাসীর বাড়ির দরজায় দরজায়।

খাতা-কলম নিয়ে বাড়ি বাড়ি বিজেপি

খাতা-কলম নিয়ে বাড়ি বাড়ি বিজেপি

বিজেপি পরিকল্পনা করেছে, খাতা-কলম নিয়ে বিজেপি কলকাতাবাসীর বাড়ি বাড়ি যাওয়ার। বিজেপি নেতারা যাবেন, নোট নেবেন। মানুষ কী চান তাঁরা জানতে চাইবেন। জানতে চাইবেন, কোথায় কী সমস্যা। মানুষের চাহিদা মতোই অগ্রসর হবেন তাঁরা। রণনীতি প্রস্তুত করবেন আসন্ন পুরভোটের।

বাড়ি বাড়ি যাবেন বিজেপির কুশীলবরা

বাড়ি বাড়ি যাবেন বিজেপির কুশীলবরা

বিজেপি স্থির করেছে, টলিউড ও টেলি সিরিয়ালের যেসব অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের প্রচারে কাজে লাগাতে। বিজেপির হয়ে কলকাতাবাসীর বাড়ি বাড়ি যাবেন ওই কুশীলবরা। বাড়ি বাড়ি পৌঁছে যাবেন নেতা-মন্ত্রীরাও।

কে কোন এলাকায় প্রচারে যাবেন

কে কোন এলাকায় প্রচারে যাবেন

ইতিমধ্যে বিজেপি স্থির করে ফেলেছে, তাঁরা কে কোন এলাকায় প্রচারে যাবেন। এলাকা বেছে বেছে তাঁরা প্রচার করবেন। বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ফুলবাগানে প্রচারের দায়িত্বে, সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় প্রচার করবেন মানিকতলায়। রাজু বন্দ্যোপাধ্যায় মালপাড়ায় প্রচার করবেন। আর সায়ন্তন বসু ও রাহুল সিনহা প্রচার করবেন জোড়াসাঁকোয়।

প্রচারের দায়িত্ব আরও যাঁরা

প্রচারের দায়িত্ব আরও যাঁরা

কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে নেতাজি ভবন এলাকায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। তেমনই রাসবিহারীর প্রচারের দায়িত্ব সামলাবেন অগ্নিমিত্রা পাল। যাদবপুরে কাঞ্চনা মৈত্র, বেহালায় সুভাষ সরকার প্রচারের দায়িত্ব পালন করবেন। তৃণমূল ত্যাগী বিধানসভা পুরসভার মেয়র সব্যসাচী দত্তকে দায়িত্ব দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে।

English summary
BJP personals knock on the door of people to win in 2020 Municipal Election. BJP creates new game plan to fight against TMC in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X