For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি প্রার্থীকে নয়,'নোটা'য় ভোট দিন! হাবরায় এমন দাবি করছেন পদ্মশিবিরের কর্মীরাই, কেন জানেন

গত কয়েকদিন ধরে বসিরহাটের বিজেপির গোষঠীদ্বন্দ্ব নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। পোস্টার বিতর্ক থেকে একাধিক বিষয় আসে প্রকাশ্যে। গত কালই সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলে বসিরহাটের বিজেপির এক গোষ্ঠী।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরে বসিরহাটের বিজেপির গোষঠীদ্বন্দ্ব নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। পোস্টার বিতর্ক থেকে একাধিক বিষয় আসে প্রকাশ্যে। গত কালই সংবাদ মাধ্যমের সামনেও মুখ খোলে বসিরহাটের বিজেপির এক গোষ্ঠী। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

বিজেপি প্রার্থীকে নয়,নোটায় ভোট দিন! বারাসতে কেন এমন দাবি পদ্মশিবিরের কর্মীদেরই

বারাসত লোক সভার বিধানসভা হাবরা কেন্দ্রে বিজেপির দলের গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে। বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথকে বিজেপি দলের অনেক কর্মীরা চান না। প্রার্থী হিসেবে সাধারণ কর্মীরা চান তাঁদের দলের নেতা তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি প্রদীপ বন্দ্য়োপাধ্যায়কে।

সোমবার এই দাবিতে বনগাঁ শিয়ালদহ রেল শাখার হাবরা স্টেশন এর বেশ কয়েকটি জায়গায় পোস্টার টাঙানো হয় যে বারাসত লোকসভা কেন্দ্রে প্রদীপ বন্দ্যোপাধ্য়ায়কেই প্রার্থী হিসাবে চাই। বিজেপির দলীয় কর্মী না হলে ভোট এবার 'নোটা' তে দেওয়ারও ডাক দেওয়া হয়।' ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ (পাগল) কে একটি ভোটও নয়' বলে পোস্টার পড়ে যায় এলাকায়। যার ফলে বিজেপির দলের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা ।

কটাক্ষ করে হাবরা তৃণমূলের টাউন সভাপতি শিতাংশু দাস বলেন বিজেপি দল ভাগাভাগি করে শেষ হয়ে যাবে । নিজেরা গন্ডগোল করে দোষ দেয় তৃণমূল কে । এদের অস্তিত্ব বেশিদিন নেই । তৃণমূলের দাবি, তাঁদের বারাসত কেন্দ্রের প্রার্থী ডাক্তার কাকলি ঘোষদস্তিদার এবার বিপুল পরিমাণ ভোটে জয় লাভ করবে এতে কোনো সন্দেহ নেই ।
পাশাপাশি বিজেপি জেলার সহ সভাপতি বিপ্লব হালদারের দাবি, এই কুৎসা তৃণমূল করেছে । তারা এই পোস্টার শাটিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে প্রচার করছে। বিজেপিরর দাবি, তাতে কোনো লাভ নেই । বরং তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারংবার প্রকাশ্যে আসছে। বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ জয় লাভ করবেন বলে আশাবাদী তাঁরা। মানুষের আশীর্বাদ তাঁদের সাথে আছে বলেও দাবি করেন তাঁরা। তিনি আরও বলেন ,তৃণমূল অবিলম্বে এই নোংরা রাজনীতি বন্ধ করুক, না হলে আগামী দিনে তাদের মাশুল গুনতে হবে ।

English summary
BJP party workers protest against Mrinal Debnath in Barasat loksabha elections.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X