For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ায় ফের 'মাওবাদী' পোস্টার! তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতর

মাওবাদীদের নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি পুরুলিয়ায় বলরামপুরের ঘাটবেড়ার। শনিবার রাতে সেখানকার বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যেরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

Google Oneindia Bengali News

মাওবাদীদের নামে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি পুরুলিয়ায় বলরামপুরের ঘাটবেড়ার। শনিবার রাতে সেখানকার বিজেপি পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সকাল হতেই সেখান থেকে পাওয়া যায় মাওবাদীদের নামে পোস্টার। পুলিশের দাবি স্থানীয় দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে।

পুরুলিয়ায় ফের মাওবাদী পোস্টার! তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতর

বাম শাসনে পুরুলিয়ার ঘাটবেড়া বলতেই মাওবাদীদের কথা উঠে আসত। সে-সব এখন অতীত। তৃণমূল ক্ষমতার আসার পর সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত তাদেরই আধিপত্য ছিল। পঞ্চায়েত নির্বাচনে সেখানকার পঞ্চায়েত সমিতির আসন দখল করে বিজেপি।

শনিবার মধ্যরাতে পঞ্চায়েত সমিতির সদস্য মালতি রাজোয়ারের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ির খড়ের চালে আগুন ধরিয়ে দেওয়া হয়। সকালে এলাকায় থেকে মেলে মাওবাদীদের নামে পোস্টার। হনুমান মন্দিরে পাওয়া যায় কালো পতাকা। মাওবাদীদের নামাঙ্কিত পোস্টারে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। রাজনীতিবিদদের উদ্দেশে বলা হয়, রাজনীতি করলে বিপদ হবে। নেতারা সাবধান।

[আরও পড়ুন: জয় শ্রীরাম,বন্দেমাতরম না বললেই মার, আতঙ্কে রয়েছে দেশের মুসলিমরা, দাবি ওয়াইসির][আরও পড়ুন: জয় শ্রীরাম,বন্দেমাতরম না বললেই মার, আতঙ্কে রয়েছে দেশের মুসলিমরা, দাবি ওয়াইসির]

তবে বলরামপুর পুলিশের দাবি, স্থানীয় দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাদের ভয় দেখাতেই তৃণমূল এই ধরনের কাজ করছে বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

[আরও পড়ুন: বিজেপির সংগঠনে বড় পরিবর্তন! রাজ্য বিজেপি সভাপতির পদক্ষেপে জল্পনা][আরও পড়ুন: বিজেপির সংগঠনে বড় পরিবর্তন! রাজ্য বিজেপি সভাপতির পদক্ষেপে জল্পনা]

English summary
BJP Panchayat Samity member's house vandalises at Ghatbera in Purulia. There were posters, where goonstaking pose as maoist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X