For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মহা-উত্থান বাংলায়, ৮ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলকে টেক্কা দিয়ে গেরুয়া-ঝড়

বাংলায় মহা উত্থান হল বিজেপির। লোকসভা নির্বাচনে ৪২টির মধ্যে ১৮টি কেন্দ্রে জেতাই শুধু নয়, উপনির্বাচনের আটটি আসনের লড়াইয়েও তৃণমূলকে টেক্কা দিল বিজেপি।

Google Oneindia Bengali News

বাংলায় মহা উত্থান হল বিজেপির। লোকসভা নির্বাচনে ৪২টির মধ্যে ১৮টি কেন্দ্রে জেতাই শুধু নয়, উপনির্বাচনের আটটি আসনের লড়াইয়েও তৃণমূলকে টেক্কা দিল বিজেপি। তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিলেন চারটি কেন্দ্র। তৃণমূল যেখানে মাত্র তিনটি কেন্দ্রে জয় পেয়েছে, সেখানে বিজেপির তার আসনে জয় বিশেষ তাৎপর্যপূর্ণ।

কে কোথায় জিতল

কে কোথায় জিতল

উপনির্বাচনে পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রের মধ্যে বিজেপি জয়ী হয়েছে দার্জিলিং, ভাটপাড়া, কৃষ্ণগঞ্জে। তৃণমূল জয়ী হয়েছে উলুবেড়িয়া, ইসলামপুর ও নওদা কেন্দ্রে। কংগ্রেস ধরে রেখেছে কান্দি কেন্দ্রটি। এই জয় আক্ষরিক অর্থেই তৃণমূলের কাছে বিরাট ধাক্কা। ২০১৯-এর উপনির্বাচনে বিজেপির চারটি আসনে জয় ২০২১-এ ভোটের আগে তৃণমূলের কাছে বড় অস্বস্তি হয়ে থাকবে।

বাংলা দখলের লক্ষ্যে

বাংলা দখলের লক্ষ্যে

লোকসভায় বিরাট জয় পাওয়ার পর এবার বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপাবে বিজেপি। বিজেপি যে এবার বাংলাকে আরও বেশি করে টার্গেট করবে তা সাফ করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। এর ফলে তৃণমূলে যেমন ভাঙন আতঙ্ক থাকছে, তেমনই তৃণমূলের ভোটব্যাঙ্কে ধসও চিন্তার কারণ।

রাজনৈতিক মেরুকরণও বাংলায়

রাজনৈতিক মেরুকরণও বাংলায়

রাজ্যে ধর্মীয় মেরুকরণের সঙ্গে রাজনৈতিক মেরুকরণও হয়েছে। এখন সিপিএম বা কংগ্রেস রাজ্যে গৌণ। সরাসরি লড়াই হবে তৃণমূল বনাম বিজেপির। সেই সম্মুখ সমরে কেন্দ্রের শাসককে টেক্কা দেওয়া যে সুবিধা হবে না তৃণমূলের তা এখন থেকেই হাড়ে হাড়ে টের পেতে শুরু করে দিয়েছে তৃণমূল।

English summary
BJP outmatches TMC in By Elections also in West Bengal. BJP wins in four seats and TMC wins in three seats and Congress wins single seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X