For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক! দলবদলে বিপাকে বিজেপি

পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে দেড় মাস আগে। বোর্ড গঠন অগাস্ট মাসে। যতদিন বোর্ড গঠনের দিনক্ষণ এগিয়ে আসছে, ততই তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে দেড় মাস আগে। বোর্ড গঠন অগাস্ট মাসে। যতদিন বোর্ড গঠনের দিনক্ষণ এগিয়ে আসছে, ততই তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। ঝাড়গ্রামের পর বাঁকুড়ায় বিভিন্ন দলের কর্মী-সদস্যরা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস যোগ দিলেন নির্দল সদস্যরাও। ফলে তৃণমূলের বিরুদ্ধে ভোটে জিতেও বিরোধীদের প্রাপ্তি শূন্যই রয়ে গেল।

পঞ্চায়েত বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক

বিজেপি এবার জঙ্গলমহলে অপেক্ষাকৃত ভালো ফল করেছে। কিন্তু ভালো ফল করেও বিজয়ী পঞ্চায়েত সদস্যদের ধরে রাখতে ব্যর্থ হচ্ছে তারা। যদিও বিজেপির বিবৃতি, দু-একজন সাধারণ কর্মী, যাঁরা দলে ছিন্নমূল ছিলেন, তাঁরাই দল ছাড়ছেন, প্রকৃত যাঁরা বিজেপি করেন, তাঁরা কেউ তৃণমূলে যাননি। তৃণমূল মিথ্যা প্রচার করছে বলেও অভিযোগ করেন বিজেপির জেলা সভাপতি।

বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের ১৩ জন গ্রাম পঞ্চায়েত সদস্য ও তিনজন পঞ্চায়েত সমিতি সদস্য রবিবার তৃণমূলে যোগ দিয়েছেন। শুধু বিজেপিই নয়, সিপিএম-ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্যরাও যোগ দিয়েছেন তৃণমূলে। নির্দল প্রার্থীরাও তৃণমূলের ছত্রছায়ায় ফিরে এসেছেন।

বাঁকুড়ার ওন্দার ফরওয়ার্ড ব্লক নেতা মানিক মুখোপাধ্যায় অনুগামী কর্মীদের নিয়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অরূপ খাঁ। মানিকবাবু তৃণমূলে যোগ দিয়ে হলেন, জেলায় ফরওয়ার্ড বল্কের আর অস্তিত্ব নেই। তৃণমূল সরকার কৃষকদের জন্য নানা পরিষেবা দিচ্ছে, উন্নয়ন করছে, তাই তৃণমূলে যোগ দিলাম।

বাঁকুড়া পুরসভায় সিপিএম কাউন্সিলর স্বরূপ সেনও যোগ দিয়েছেন তৃণমূলে। তিনি পুরসভার বিরোধী দলনেতা ছিলেন। বিরোধী দলের বহু সদস্য ও নেতা-কর্মীরা এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি করেন তৃণমূল জেলা সভাপতি অরূপ খাঁ। বিজেপি জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ওসব বাজে প্রচার, ভয় দেখিয়ে কয়েকজন সাধারণ কর্মীদের নিয়ে গিয়েছে। তাঁদের দলের কেউ তৃণমূলে যায়নি।

English summary
BJP and others opponent members are joined in Trinamool Congress at Jangalmahal of Bankura. BJP is in trouble before forming Panchayat Board.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X