For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে বড়় ভাঙন, কোচবিহারের পঞ্চায়েত সমিতিও ছিনিয়ে নিল বিজেপি

এবার উত্তরে তৃণমূল কংগ্রেসে বড়় ভাঙন। কোচবিহারের তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সাত সদস্য বিজেপিতে যোগ দেন সোমবার।

Google Oneindia Bengali News

এবার উত্তরে তৃণমূল কংগ্রেসে বড়় ভাঙন। কোচবিহারের তুফানগঞ্জ-২ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ সাত সদস্য বিজেপিতে যোগ দেন সোমবার। এর ফলে তৃণমূলের হাত থেকে এই পঞ্চায়েত সমিতির দখল চলে গেল বিজেপির হাতে। ১০ সদস্য আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। বর্তমানে বিজেপি সংখ্যাগরিষ্ঠ এখানে।

তৃণমূল কংগ্রেসে বড়় ভাঙন, পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

আগেই তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির ১০ সদস্য বিজেপিতে যোগদান করেছিলেন। এদিন যোগদান করলেন সাত সদস্য। ফলে ২৯ আসনবিশিষ্ট পঞ্চায়েত সমিতিতে বিজেপি সংখ্যাগুরু হয়ে গেল। এখন এই পঞ্চায়েত সমিতি দখল শুধু সময় অপেক্ষা বিজেপির। তৃণমূল আরও একটি ধাক্কা খেতে চলেছে উত্তরবঙ্গে।

লোকসভা নির্বাচনে বিজেপির বঙ্গে উত্থানের পর থেকেই তৃণমূলে ভাঙন দেখা দিয়েছে। তৃণমূলকে ভাঙিয়ে একে একে প্রতিষ্ঠানের দখল নিচ্ছে বিজেপি। বিধায়কদের দলবদল থেকে শুরু করে পুরসভার কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যদের দলত্যাগে বিপাবে তৃণমূল কংগ্রেস। মুকুল রায় যেভাবে তৃণমূল গড়েছিলেন, একইভাবে তিনি বিজেপিকেও গড়ছেন।

এদিনই দিল্লিতে মুকুল রায়ের হাত ধরে নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুনীল সিং-সহ ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। ফলে গারুলিয়া পুরসভাও ত়ৃণমূলের হাতছাড়া হয়। এদিকে কোচবিহারে তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতিও হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারে ইতিমধ্যে ১২৮টির মধ্যে ৩০টি পঞ্চায়েত হাতছাড়া হয়েছে তৃণমূলের।

English summary
BJP occupies Panchayat Samiti, Panchayat Samiti of Coochbehar, members of TMC join in BJPm BJP gets majority in Panchayat Samiti.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X