For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল বিজেপির, বীরভূমে পালাবদলে মাথায় হাত কেষ্টর

অনুব্রত গড়ে তৃণমূলের রক্তক্ষরণ চলছেই। দলবদল তো প্রতিদিনকার ঘটনা। এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে পঞ্চায়েত দখল করে নিল বিজেপি।

Google Oneindia Bengali News

অনুব্রত গড়ে তৃণমূলের রক্তক্ষরণ চলছেই। দলবদল তো প্রতিদিনকার ঘটনা। এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে পঞ্চায়েত দখল করে নিল বিজেপি। ময়ূরেশ্বরের ডাবুক পঞ্চায়েতে ফুটল পদ্মফুল। লোকসভায় বিপর্যয়ের পর এবার পঞ্চায়েত দখল করে বিজেপি ধাক্কা দিল তৃণমূল কংগ্রেসকে, একইসঙ্গে অনুব্রত মণ্ডলকেও।

তৃণমূল ছেড়ে বিজেপিতে

তৃণমূল ছেড়ে বিজেপিতে

শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ পাঁচ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এক পঞ্চায়েত সমিতির সদস্য। বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায় তাঁদের হাতে বিজেপি-র পতাকা তুলে দেন। এই যোগদানের পরই ডাবুক পঞ্চায়েতে তৃণমূল সংখ্যালঘু হয়ে পড়ে।

পঞ্চায়েত দখল বিজেপির

পঞ্চায়েত দখল বিজেপির

বীরভূমের ডাবুক পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩। তৃণমূল এই পঞ্চায়েতে ১০টি আসনে জয়ী হয়। বিজেপি পায় দুটি আসন, একটি পায় সিপিএম। সিপিএমের জয়ী সদস্য আগেই বিজেপি-তে যোগ দিয়েছেন। আর এদিন পাঁচ তৃণমূল সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় বিজেপির সদস্যসংখ্যা হল আট। ফলে এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হল বিজেপি।

তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখল

তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখল

অনুব্রত মণ্ডলের জেলায় তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখল করে বিজেপি ফের আঘাত করেছে তৃণমূলকে। অনুব্রতর জেলায় পঞ্চায়েত দখল করাকে বিজেপি বিরাট সাফল্য বলে মনে হচ্ছে। তৃণমূল নেতাদের কথায় বিজেপি জোর করে ভয় দেখিয়ে দলবদল করাচ্ছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলে বীতশ্রদ্ধ হয়ে সবাই দল ছাড়ছেন। তাই তারা দলে দলে বিজেপি-তে আসছেন।

পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে

পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে

উল্লেখ্য, এই বীরভূমেই গত পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করে রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে জেলা পরিষদের সব কটি আসনে। বিরোধীরা সেই সময় থেকে অভিযোগ করে আসছেন, অনুব্রতদের গড়ে ভোট করতে দেওয়া হয়নি। এরপর লোকসভার পরে থেকেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে।

English summary
BJP occupies Gram Panchayat in Anubrata Mandal’s fort breaking TMC. TMC is broken in Birbhum and panchayat members join in BJP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X