For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে মমতার মোকাবিলা! চাপে রাখতে তৈরি বিজেপির তিন মূর্তি

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই দিল্লিতে রাজ্য বিজেপিরও কর্মসূচি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর শুরু সঙ্গেই রাজধানীতে গিয়েছেন মুকুল রায়, অর্জুন সিং এবং সৌমিত্র খান।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের মধ্যেই দিল্লিতে রাজ্য বিজেপিরও কর্মসূচি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর শুরু সঙ্গেই রাজধানীতে গিয়েছেন মুকুল রায়, অর্জুন সিং এবং সৌমিত্র খান। সূত্রের খবর অনুযায়ী দিল্লিতে তাঁরা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতেই এই কৌশল বলে জানা গিয়েছে।

রাজ্যের হিংসার কথা তুলে ধরা

রাজ্যের হিংসার কথা তুলে ধরা

রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। এমনটাই অভিযোগ বিজেপির। তাদের কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে কিংবা কর্মী সমর্থকদের বিরুদ্ধে মামলার পাহাড় জমছে।
সেইসব ঘটনাই সারা দেশের মানুষের সামনে তুলে ধরতে চায় বিজেপি। যাঁর নেতৃত্বে রয়েছেন এই তিনমূর্তি।

 মমতার ওপর নজর

মমতার ওপর নজর

দীর্ঘদিন ধরেই দিল্লিতে মুকুল রায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলো পাশাপাশি। দিল্লিতে গেলে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোতেই ওঠেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে দিল্লিতে
গিয়ে রাজ্য বিজেপির সাংসদরাই ভিড় জমিয়েছেন মুকুল রায়ের বাংলাতে। ফেল কেউ কেউ বলছেন একেবারে পাশের বাড়ি থেকে মমতার বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির ওপরও
নজর রাখছে বিজেপি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিজেপি সাংসদরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বিজেপি সাংসদরা

সূত্রের খবর অনুযায়ী, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানানোর প্রস্তুতিও
নিচ্ছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীকে চিঠি দিতে পারেন বলে জানা গিয়েছে।

<strong>[ মমতার দলে গোলকিপারের আকাল! ২১-এর বিধানসভায় ক'গোল দেবে বিজেপি, স্পষ্ট করলেন সায়ন্তন ]</strong>[ মমতার দলে গোলকিপারের আকাল! ২১-এর বিধানসভায় ক'গোল দেবে বিজেপি, স্পষ্ট করলেন সায়ন্তন ]

[ পেট্রোল, ডিজেলের উর্ধ্বমুখী দামের ছ্যাঁকা অব্যাহত! জুলাইয়ের পর সর্বাধিক অগ্নিমূল্য সোনালী জ্বালানির][ পেট্রোল, ডিজেলের উর্ধ্বমুখী দামের ছ্যাঁকা অব্যাহত! জুলাইয়ের পর সর্বাধিক অগ্নিমূল্য সোনালী জ্বালানির]

English summary
BJP MPs rushes to reach Delhi on CM Mamata Banerjee's meeting with PMs. There arethree leaders. Those are Mukul Roy, Arjun Singh and Soumitra Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X