For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিকে তো পিসি সরকার নন! রাজ্যকে আক্রমণ করতে গিয়ে অনুগল্পের উল্লেখ বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের

পিকে তো পিসি সরকার নন! রাজ্যকে আক্রমণ করতে গিয়ে অনুগল্পের উল্লেখ বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। লকডাউন পরিস্থিতির মধ্যেও দলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে তলব করা প্রসঙ্গে তিনি বলেন, পিকে তো আর পিসি সরকার নন। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ করে তিনি বলেন, লোকেই তথ্য খুঁজে নিচ্ছে।

কেন্দ্রীয় দলের চাপে সত্য প্রকাশ

কেন্দ্রীয় দলের চাপে সত্য প্রকাশ

স্বপন দাশগুপ্ত দাবি করেন, কেন্দ্রীয় দলের চাপে করোনায় মৃত্যু নিয়ে আসল কথা প্রকাশ করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত মুখ্যসচিব জানিয়েছিলেন রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। তবে শুধুমাত্র করোনার বলি ১৮ জন। বাকিদের অন্য রোগ ছিল।

ছোট গল্পের উল্লেখ

ছোট গল্পের উল্লেখ

এক ফেকবুক বার্তায় বিজেপি সাংসদ অনুগল্পের উল্লেখ করেন। তিনি বলেন পেট খারাপ হওয়ায় এক ব্যক্তি বনে গিয়েছিল পেট পরিষ্কার করতে। কিন্তু সেখানে তাঁকে বাঘে খায়। কিন্তু জানানো হয় সেই ব্যক্তির মৃত্যু হয়েছে পেট খারাপে।

তথ্য গোপনের অভিযোগ

তথ্য গোপনের অভিযোগ

করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ করে তিনি বলেন, তথ্য গোপন করে আর চলতে পারছে না সরকার। তাই কলকাতার অবস্থা খারাপ বলছেন মুখ্যসচিব। সাধারণ মানুষের কাছে তথ্য না জানানোর পরিকল্পনা সরকারের অভিযোগ করেছেন স্বপন দাশগুপ্ত।

সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে সাধারণ মানুষ

সরকারের ওপর বিশ্বাস হারিয়েছে সাধারণ মানুষ

বিজেপি সাংসদ দাবি করেছেন, সাধারণ মানুষের বিশ্বাস হারিয়ে দিয়েছে এই সরকারের ওপর থেকে। সাংসদদের বন্দি করে রাখা হচ্ছে। তাঁদেরকে ত্রাণে অংশ নিতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষই সত্য খুঁজে নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বাড়ি ফেরার আজব ফন্দি! ২৫ হাজার কেজি পিঁয়াজ কিনে হাজার কিমি পাড়ি লকডাউনেবাড়ি ফেরার আজব ফন্দি! ২৫ হাজার কেজি পিঁয়াজ কিনে হাজার কিমি পাড়ি লকডাউনে

English summary
BJP MP Swapan Dasgupta questions state govt's performance to tackle Coronavirus. He said Prashant Kishor is not PC Sarkar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X