For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে হারে টুইটের অভিমুখ কি এবার বাংলার দিকেও, দলের সাংসদ স্বপন দাশগুপ্তকে জবাব দিলেন দিলীপ

দিল্লির ভোটে হারা থেকে কি বাংলার বিজেপিরও শিক্ষা নেওয়া উচিত? সরাসরি এমন কথা না বললেও বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের মন্তব্যে এমনটাই উঠে আসছে।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির ভোটে হারা থেকে কি বাংলার বিজেপিরও শিক্ষা নেওয়া উচিত? সরাসরি এমন কথা না বললেও বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের মন্তব্যে এমনটাই উঠে আসছে। দিল্লির ভোটে বিজেপির হারা নিয়ে টুইট করেছিলেন এই বিজেপি নেতা। তবে এর জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

দিল্লিতে হারের পরেই টুইট স্বপন দাশগুপ্ত

দিল্লিতে হারের পরেই টুইট স্বপন দাশগুপ্ত

দিল্লিতে দলের ভরাডুবি থেকে দলের শিক্ষা নেওয়া প্রসঙ্গে টুইট করেছেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। তিনি বলেছেন, আদর্শগত বিষয়গুলিতে অবশ্যই একটি শক্ত প্রশাসনিক অ্যাজেন্ডার পরিপূরক হতে হবে। লোকাল ইউনিটকে হতে হবে শক্তিশালী। শুধুমাত্র নির্বাচনের সময় কাজ দেখালে চলবে না। এছাড়াও যে বিষয়টির ওপর স্বপন দাশগুপ্ত জোর দিয়েছেন তা হল, মুখ্যমন্ত্রীর মুখ অবশ্যই রাখতে হবে। কেননা মোদী-অমিত শাহ কখনই পরিপূরক হতে পারেন না।

সামনে দিল্লি থাকলেও বার্তা বাংলাকে

সামনে দিল্লি থাকলেও বার্তা বাংলাকে

দিল্লি নিয়ে টুইট করলেও, স্বপন দাশগুপ্ত কার্যত বাংলাকেই বার্তা দিতে চেয়েছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সেক্ষেত্রে তাঁর টার্গেট দিলীপ ঘোষ, এমনটাই বলছেন কেউ কেউ।

পাল্টা জবাব দিলীপ ঘোষের

পাল্টা জবাব দিলীপ ঘোষের

স্বপন দাশগুপ্তের টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, অনেকে অনেক কথা বলবেন, কিন্তু বাস্তবের মাটিতে নেমে কাজ করা উচিত। তিনি বলেন, বিজেপিতে মুখ্যমন্ত্রীর নাম আগে ঠিক করা হয় না। জেতার পর ঠিক করা হয়। একইসঙ্গে তাঁর দাবি, রাজ্যে তাদের দলের সাংগঠিক অবস্থা ভাল।

দিল্লি ভোটের প্রেক্ষিতেই কথা, সাফাই স্বপনের

দিল্লি ভোটের প্রেক্ষিতেই কথা, সাফাই স্বপনের

সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কোনও কথা বলতে চাননি বিজেপি সাংসদ। স্বপন দাশগুপ্ত বলেছেন, তিনি দিল্লির ভোটের প্রেক্ষিতে কিছু কথা বলেছেন। কে কীভাবে ব্যাখ্যা করবেন, তা নিয়ে তাঁর কিছু বলার নেই বলেও জানিয়েছেন স্বপন দাশগুপ্ত।

English summary
BJP MP Swapan Dasgupta gives clear cut message on CM post, Dilip Ghosh makes counter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X