For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘পাহাড়ের নেতা’ গুরুংকে বুক দিয়ে আগলে রাখবেন সাংসদ, অবস্থান স্পষ্ট হল বিজেপির

বিনয় তামাংকে চ্যালেঞ্জ ছুড়ে স্পষ্ট পাহাড়ের সাংসদ জানিয়ে দিলেন, পাহাড়ের নেতা বিমল গুরুংই। তিনি শীঘ্রই পাহাড়ে যাবেন। বিমল গুরুংকে তিনি বুক দিয়ে আগলে রাখবেন।

  • |
Google Oneindia Bengali News

আটমাস পাহাড়ে পা রাখেননি দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। পা রাখেননি নিজের নির্বাচনী ক্ষেত্র দার্জিলিংয়েও। এতদিনে পাহাড়ে শান্তি ফিরতে নিজের নির্বাচনী ক্ষেত্রে পা রেখেই তিনি সরাসরি বিমল গুরুংয়ের পাশে দাঁড়ালেন। বিনয় তামাংকে চ্যালেঞ্জ ছুড়ে স্পষ্ট জানিয়ে দিলেন, পাহাড়ের নেতা বিমল গুরুংই। তিনি শীঘ্রই পাহাড়ে যাবেন। বিমল গুরুংকে তিনি বুক দিয়ে আগলে রাখবেন।

‘পাহাড়ের নেতা’ গুরুংকে বুক দিয়ে আগলে রাখবেন সাংসদ

শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ির মাটিগাড়ায় সাংবাদিক সম্মেলন করে সুরিন্দর সিং বুঝিয়ে দিলেন, বিমল গুরুংয়ের পিছনে রয়েছেন তিনি। রয়েছে বিজেপিও। তাঁরা বিমল গুরুংকেই পাহাড়ের নেতা মনে করেন। তাই কিছুতেই বিমল গুরুংকে তিনি মরতে দেবেন না বলেও স্পষ্ট করে দেন আলুওয়ালিয়া। ক্ষমতার অপব্যবহার করে বিমল গুরুংকে শেষ করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন পাহাড়ের সাংসদ।

রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, 'আমার কাছে খবর রয়েছে এনকাউন্টারে বিমল গুরুংকে মেরে ফেলা হতে পারে। কিন্তু জেনে রাখুন, আমি যতদিন পাহাড়ের নির্বাচিত প্রতিনিধি থাকব, ততদিন বিমল গুরুংকে গুলি খেয়ে মরতে দেব না।'

পাহাড় অগ্নিগর্ভ হওয়ার পর থেকে বিজেপি তাঁদের অবস্থান স্পষ্ট করেনি। কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রে বিজেপির বিমল গুরুং যোগ উঠে এসেছিল। কলকাতায় দিলীপ ঘোষ-সহ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক, দিল্লিতে বিমল গুরুং ও রোশন গিরিদের আশ্রয় দেওয়া, বিজেপি নেতার আত্মীয়ের আইনজীবী হিসেবে গুরুংয়ের পক্ষে দাঁড়ানো- এ সমস্ত কিছুই ছাপিয়ে সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বুঝিয়ে দিয়ে গেলেন, গুরুং সম্পর্কে তাঁর ও বিজেপির অবস্থান।

তিনি ব্যাখ্যা দেন, 'আমি এলাকার নির্বাচিত সাংসদ। তাই আমি দায়বদ্ধ কোনও সাধারণ নিরাপরাধ মানুষকে রক্ষা করার ব্যাপারে। মানুষের উপর অন্যায়-আক্রামণ হলে আমি রুখে দাঁড়াবই। বিমল গুরুং মোর্চার সর্বোচ্চ নেতা। আর মোর্চা বিজেপি তথা এনডিএ-র শরিক। সেই সূত্রে বিমল গুরুংকে রক্ষা করার আমার কর্তব্য। সেই কাজ আমি করব। কোনও শক্তিই আমাকে আটকাতে পারবে না।'

মোর্চা সমর্থিত বিজেপি সাংসদ আলুওয়ালিয়ার এই কথার পরিপ্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন বর্তমানে মোর্চা সভাপতি বিনয় তামাং। তিনি বলেন, 'বিমল গুরুং জননেতা নন, তাহলে তিনি পাহাড় ছেড়ে থাকতেন না। চ্যালেঞ্জ দিলাম, ক্ষমতা থাকলে বিমল গুরুংকে সঙ্গে নিয়ে জিতে দেখান পাহাড় থেকে।'

English summary
BJP MP Surinder Singh Aluwalia stands beside Bimal Gurung. He clears the position of BJP in hill politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X