For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের নিজের কেন্দ্রে বাধার অভিযোগ! তাঁবেদারির সীমা আছে, ভরসা জনগণই, হুঁশিয়ারি বিজেপি সাংসদ

ফের নিজের কেন্দ্রে বাধার অভিযোগ!তাঁবেদারির সীমা আছে, ভরসা জনগণ, হুঁশিয়ারি বালুরঘাটের বিজেপি সাংসদের

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নিজের সংসদীয় কেন্দ্রে ঢুকতে ফের বাধা দেওয়া অভিযোগ উঠল। এদিন সেই অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ নিজের কেন্দ্রে ঢুকতে গেলে প্রশাসন সবসমই তাঁকে বাধা দিচ্ছে। এদিন গঙ্গারামপুর থেকে ফেরার পথে রামপুরে তাঁর গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।

চিঠি লিখে পুলিশের কাথে কারণ জানতে চাইলেন সাংসদ

চিঠি লিখে পুলিশের কাথে কারণ জানতে চাইলেন সাংসদ

এদিন নিজের কেন্দ্রে ঢুকতে বাধা পাওয়ার পর তিনি স্থানীয় থানায় চিঠি নিখে কারণ জানতে চান। সংকট পরিস্থিতিতে পুলিশ তাঁকে মানুষের পাশে দাঁড়াতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর আগেও সুকান্ত মজুমদার নিজের এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল গাড়িতে ৮-১০ জন লোক নিয়ে তিনি ঘুরছেন। যদিও সাংসদের দাবি তিনি তা করেননি। পুলিশ সাংসদের প্রোটোকল কী জানে না বলে অভিযোগ করেন সুকান্ত। এদিন তাঁকে আটকানো পুলিশ অফিসার বলেন, তাঁকে যে আদেশ দেওয়া হয়েছে, তা তিনি পালন করছেন।

 রাস্তার মাঝে বসে প্রতিবাদ

রাস্তার মাঝে বসে প্রতিবাদ

রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি রাস্তার মধ্যে বসে যান। তিনি বলেন, এর আগে তাঁকে হোম কোয়ারেন্টাইনের যে আদেশ দেওয়া হয়েছিল তা মিথ্যা অভিযোগে করা হয়েছিল। তিনি বলেন, তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকলেও কলকাতা থেকে তৃণমূল নেতারা এসে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা কেউ হোম কোয়ারেন্টাইনে থাকেননি বলে অভিযোগ সুকান্ত মজুমদারের।

পুলিশ প্রশাসন দলদাস, অভিযোগ সাংসদের

পুলিশ প্রশাসন দলদাস, অভিযোগ সাংসদের

এদিন গঙ্গারামপুর থেকে ফেরার সময় মাঝপথে, রামপুরে তাঁদের গাড়ি আটকানো হয়। সাংসদের অভিযোগ পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। তিনি বলেন, এই প্রশাসনের বিরুদ্ধে মানুষ বিদ্রাহ করবে। আগামী দিনে জনগণই জবাব দেবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজেপির সম্মিলিত প্রতিবাদ

বিজেপির সম্মিলিত প্রতিবাদ

এর আগে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদদেরও ত্রাণের কাজে বাধা দেওয়া অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। যা নিয়ে রবিবার রাজ্য বিজেপির তরফে প্রতিবাদ জানানো হয়।

 'মহাভারত' -এ দ্রৌপদীর চরিত্রে রূপার আগে কোন বলিউড সুপারস্টারকে বেছে নেওয়া হয়! এরপর কী ঘটে 'মহাভারত' -এ দ্রৌপদীর চরিত্রে রূপার আগে কোন বলিউড সুপারস্টারকে বেছে নেওয়া হয়! এরপর কী ঘটে

English summary
BJP MP Sukanta Mazumdar questions administration's step on entering his constituency. He was also seen squatting on the road.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X