For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের তালিকায় ২ বারের বিজেপি সাংসদ! ২০২১-এর আগে জোর জল্পনা রাজনৈতিক মহলে

তৃণমূলের তালিকায় ২ বারের বিজেপি সাংসদ! জোর জল্পনা রাজনৈতিক মহলে

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের তালিকায় ২ বারের বিজেপি সাংসদ। রাজনৈতিক মহলে জল্পনা ২ বারের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া তৃণমূলে যোগ দিতে পারেন। তবে এনিয়ে এসএস আলুওয়ালিয়ার কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রথমে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত

প্রথমে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত

ছাত্রজীবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্রপরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। কংগ্রেসের তরফে বিহার থেকে রাজ্যসভার সাংসদও হয়েছিলেন তিনি। ছিলেন নরসীমা রাও মন্ত্রিসভার সদস্য।

'কোণঠাসা' আলুওয়ালিয়া সহ ৪ সাংসদ

'কোণঠাসা' আলুওয়ালিয়া সহ ৪ সাংসদ

সুরিন্দর সিং আলুওয়ালিয়া বিজেপিতে যোগ দেন ১৯৯৯ সালে। সূত্রের খবর অনুযায়ী, এই মুহুর্তে তিনি অনেকটাই কোণঠাসা। শুধু আলুওয়ালিয়াই নন, বিজেপির ৪ সাংসদকে নিয়ে এই জল্পনা তীব্র হয়েছে।

জেলায় জেলায় দলবদল

জেলায় জেলায় দলবদল

প্রায় প্রতিদিনই জেলায় জেলায় দলবদলের কথা শোনা যাচ্ছে। এর বেশিরভাগটাই বিজেপি থেকে তৃণমূলে। রাজনৈতিক মহলের মত, অভ্যন্তরীণ কোন্দলেই এই দলবদল, যা বিজেপিকে দুর্বল করে দিচ্ছে।

কমেছে সাংগঠনিক শক্তি, স্বীকারোক্তি দিলীপ ঘোষের

কমেছে সাংগঠনিক শক্তি, স্বীকারোক্তি দিলীপ ঘোষের

দিন কয়েক আগে প্রাতর্ভ্রমণে বেড়িয়ে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, দলের সাংগঠনিক শক্তি কমেছে। পাশাপাশি কোনও কোনও জায়গায় বুথে কমিটি না তৈরি হওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। তবে দলের সাংগঠনিক শক্তি কমার জন্য শাসকদলের পেশিশক্তিকে দায়ী করেছেন তিনি।

 'বিজেপিকে মাত দেওয়া যাবে না .. এমনটা নয়'! অধীর চিহ্নিত করলেন রাজনীতির গোপন ট্রেন্ড 'বিজেপিকে মাত দেওয়া যাবে না .. এমনটা নয়'! অধীর চিহ্নিত করলেন রাজনীতির গোপন ট্রেন্ড

English summary
BJP mp SS Aluwalia is in the TMC's list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X