For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গলমহল বা রাঢ়বঙ্গ হোক পৃথক রাজ্য! ফের বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের

জঙ্গলমহল বা রাঢ়বঙ্গ হোক পৃথক রাজ্য! ফের বাংলা ভাগের দাবি বিজেপি সাংসদের

Google Oneindia Bengali News

ফের পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বঞ্চনার অভিযোগ তুলে সৌমিত্র খাঁ ফের জঙ্গলমহল বা রাঢ়বঙ্গ নামে পৃথক রাজ্যের দাবি তুললেন তিনি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, উত্তরবঙ্গ ভাবতে শুরু করেছে, তাহলে জঙ্গলমহল রাজ্য কেন চাইব না। রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। তাই পৃথক রাজ্যের দাবি ওঠা স্বাভাবিক।

জঙ্গলমহল বা রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার দাবি

জঙ্গলমহল বা রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার দাবি

এর আগেও তিনি একই দাবিতে সরব হয়েছিলেন। বিজেপির সাংসদ বর্তমানে কেন্দ্রীয়মন্ত্রী জন বার্লা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলার পর সৌমিত্র খাঁও জঙ্গলমহল বা রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলেন। আবারও তিনি একই দাবিতে সরব হলেন সৌমিত্র। তিনি জানালেন, কেন তিনি রাঢ়বঙ্গ বা জঙ্গমহলকে পৃথক রাজ্য করার দাবি তুললেন।

উন্নয়নের জন্যই কেন্দ্রের কাছে পৃথক রাজ্যের দাবি

উন্নয়নের জন্যই কেন্দ্রের কাছে পৃথক রাজ্যের দাবি

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, বাংলার বাসিন্দাদের সঙ্গে থাকব। কিন্তু উন্নয়নের জন্য আমরা কী পাচ্ছি, তা ভেবে দেখা দরকার। যে কথা ভাবছে উত্তরবঙ্গের মানুষ, সেই একই কথা ভাবা দরকার জঙ্গলমহলেরও। তাই উন্নয়নের জন্যই কেন্দ্রের কাছে পৃথক রাজ্যের দাবি তুলবেন তিনি। সৌমিত্র খাঁ সাফ জানালেন সে কথা।

রাজ্যের ২৩টি জেলাকে ভেঙে যদি ৪৬টি করার কথা ভাবা হয়

রাজ্যের ২৩টি জেলাকে ভেঙে যদি ৪৬টি করার কথা ভাবা হয়

সৌমিত্র বলেন, রাজ্যের ২৩টি জেলাকে ভেঙে যদি ৪৬টি করার কথা ভাবা হতে পারে, তাহলে কেন জঙ্গলমহলকে পৃথক রাজ্য করার দাবি তোলা যাবে না। এ দাবি শুধু রাজ্যের কাছে নয়, কেন্দ্রকেও জানাবেন সৌমিত্র। মোট কথা রাঢ়বঙ্গ নিয়ে ফের আলাদা রাজ্য করার দাবি উত্থাপন করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বাজার গরম করে দিলেন।

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন বিজেপি সাংসদ

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে দেখতে চেয়েছিলেন বিজেপি সাংসদ

২০২১-র বিধনাসভা নির্বাচনের আগে এই দাবিতে উত্তাল হয়েছিল বাংলা। বিজেপি সাংসদ জন বার্লা বলেছিলেন, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে দেখতে চাই। সেজন্য দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছিলেন তিনি। তা নিয়ে বিজেপি দু-ভাগ হয়ে গিয়েছিল। বাংলা দু-ভাগ না হলেও জন বার্লা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন।

পৃথক রাজ্যের দাবি তুলছে জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের মানুষ

পৃথক রাজ্যের দাবি তুলছে জঙ্গলমহল ও রাঢ়বঙ্গের মানুষ

তখন জন বার্লার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করে সৌমিত্র খাঁ বলেন, রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে রাঢ়বঙ্গের সম্পদ অন্যত্র চলে যাচ্ছে। তাতে রাজ্যের কোষাগার পূরণ হচ্ছে। তাই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে আলাদা রাজ্যের দাবি উঠতেই পারে। সেই দাবি তুলছেন রাঢ়বঙ্গের মানুষ, দাবি তুলছে জঙ্গলমহল।

সৌমিত্র খাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তৃণমূলের

সৌমিত্র খাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তৃণমূলের

বিজেপির এই অবস্থানকে আবারও কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস। সৌমিত্র খাঁর রাজনৈতিক প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তুলে দিল তারা। শুধু রাজনীতিতে ভেসে থাকতেই সৌমিত্র খাঁ ওইরকম বালখিল্য কথা বলেছেন বলে জানান। তৃণমূল আগেও জানিয়েছিল, একদিকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস করছে আর অন্যদিকে বাংলাকে ভাগ করার জন্য ডাক দিচ্ছে।

হিটলার-স্ট্যালিনের থেকেও খারাপ মোদী! কেন্দ্রীয় এজেন্সির স্বায়ত্বশাসনের দাবি মমতার হিটলার-স্ট্যালিনের থেকেও খারাপ মোদী! কেন্দ্রীয় এজেন্সির স্বায়ত্বশাসনের দাবি মমতার

English summary
BJP MP Soumitra Khan demand separate state as Jangalmahal from West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X