For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর নির্বাচনে বিজেপির লক্ষ্য স্থির! মানুষের দুঃখ বোঝেন না নুসরত, বিস্ফোরক সৌমিত্র খান

২০২১-এর নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বড় সংখ্যায় আসন জিতবে বিজেপি। একইসঙ্গে এই মন্ত্রিসভায় কেউ একজন বড় দায়িত্ব পাবে। দলের যুব কর্মীদের মধ্যে এই আশা জাদিয়ে তুলতে চাইলেন রাজ্য জনতা যুব মোর্চার সভাপতি

  • |
Google Oneindia Bengali News

২০২১-এর নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বড় সংখ্যায় আসন জিতবে বিজেপি। একইসঙ্গে এই মন্ত্রিসভায় কেউ একজন বড় দায়িত্ব পাবে। দলের যুব কর্মীদের মধ্যে এই আশা জাদিয়ে তুলতে চাইলেন রাজ্য জনতা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। তিনি বলেন, ২০২১-এর নির্বাচনে বিজেপি রাজ্যে ২২০ আসনের বেশি পাবে।

আদিবাসী নাবালিকার ওপর অত্যাচার! মুখ্যমন্ত্রী মমতাকে চড়া ভাষায় আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়েরআদিবাসী নাবালিকার ওপর অত্যাচার! মুখ্যমন্ত্রী মমতাকে চড়া ভাষায় আক্রমণ রাজু বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি কর্মীদের কাছে শপথ নেওয়ার ডাক

বিজেপি কর্মীদের কাছে শপথ নেওয়ার ডাক

সৌমিত্র খান, দলের যুব কর্মীদের কাছে শপথ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। তিনি বলেছেন, সকালে উঠে কেউ মাকে প্রণাম করেন, কেউ ঠাকুর প্রণাম করেন। সেইভাবে সকালে উঠে মুঠি করে প্রতিজ্ঞা করুন, ২০২১-এর বিজেপিকে নিয়ে আসবই। একইসঙ্গে তিনি আরও বলেন, প্রতিদিন ২০ জন নতুন মানুষের সঙ্গে মিশবই। ২০ জনকে বিজেপি সম্পর্কে বোঝাবই।

বিধানসভায় জেতা সময়ের অপেক্ষা

বিধানসভায় জেতা সময়ের অপেক্ষা

সৌমিত্র খান বলেছেন, বিধানসভায় জয়ী হওয়া বিজেপি পক্ষে শুধু সময়ের অপেক্ষা। তিনি দাবি করেন, ২২০ আসনের বেশি বিজেপি দখল করবে।

মুর্শিদাবাদে তৃণমূল তৃতীয় হবে

মুর্শিদাবাদে তৃণমূল তৃতীয় হবে

সৌমিত্র খান বলেন, মুর্শিদাবাদে তৃণমূল হবে তৃতীয় দল। সেখানে কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপির।

নুসরতকে টিকটক নিয়ে আক্রমণ

নুসরতকে টিকটক নিয়ে আক্রমণ

সৌমিত্র খান তৃণমূল সাংসদ নুসরত জাহানকে টিকটকের পক্ষ নেওয়ার জন্য আক্রমণ করেন। তিনি বলেন, তাঁর অর্থ উপার্জনের উপায় ছিল টিকটক। তিনি মানুষের দুঃখের কথা কীভাবে বুঝবেন, প্রশ্ন তোলেন তিনি। সৌমিত্র বলেন, বীরভূমের শহিদ রাজেশ ওয়াং সম্পর্কে নুসরত কীভাবে জানবেন, তিনি তো মাটিতেই পা দেন না।

 চিন-ভারত অবস্থান নিয়ে কোনও মন্তব্য নয়

চিন-ভারত অবস্থান নিয়ে কোনও মন্তব্য নয়

চিন ভারত অবস্থান নিয়ে সৌমিত্র খান কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এর জন্য ক্যাবিনেট আছে, বিশেষজ্ঞ গোষ্ঠী রয়েছে, সেনাবাহিনী আছে।

English summary
BJP MP Soumitra Khan criticises Nusrat Jahan and gives their target for 2021 elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X