For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বাংলা জয়ের 'হাতিয়ার' ওয়েইসি, অকপট স্বীকারোক্তি গেরুয়াধারী সাংসদের!

Google Oneindia Bengali News

'ঈশ্বরের আশীর্বাদে ওয়েইসি আমাদের উত্তরপ্রদেশ এবং বাংলা জয়ে সাহায্য করবেন।' এই মন্তব্য করা আর কেউ নন, বরং বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এতদিন কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা যা বলতেন, সেই কথা নিজের মুখে বলে ফেললেন সাক্ষী মহারাজ।

সংখ্যালঘু ভোট বিভক্ত

সংখ্যালঘু ভোট বিভক্ত

বিহারে সাফল্য পাওয়ার পর একুশের নির্বাচনে বাংলায় এবং বাইশের নির্বাচনে উত্তরপ্রদেশে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। উত্তরপ্রদেশ বা বাংলার মতো রাজ্যে এআইএমআইএম-এর উপস্থিতি সংখ্যালঘু ভোট বিভক্ত করে বিজেপির সাহায্য করে দিচ্ছে। বিশেষজ্ঞদের মত, বিহারে এনডিএ-র জয়ের অন্যতম বড় কারণ ছিল মিম।

উত্তরপ্রদেশ এবং বাংলাতে বিজেপিকে সাহায্য করবে মিম

উত্তরপ্রদেশ এবং বাংলাতে বিজেপিকে সাহায্য করবে মিম

এই রাজনৈতিক সমীকরণের কথা স্বীকার করেই এদিন সাক্ষী মহারাজ বলেন, 'ও তো ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর ওঁকে আরও শক্তি দিন। ও আমাদের বিহারে সাহায্য করেছে, এরপর উত্তরপ্রদেশ এবং বাংলাতেও করবে।' মমতা বন্দ্যোপাধ্যায়, বামপন্থী দলগুলি, এমনকি কংগ্রেসও একাধিকবার মিমকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করেছে। সাক্ষী মহারাজের বয়ানে কার্যত সেই অভিযোগই স্বীকৃতি পেল।

ওয়াইসি কোনও 'গড ফাদার' নন

ওয়াইসি কোনও 'গড ফাদার' নন

এদিকে পশ্চিমবঙ্গ ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মহম্মদ ইয়াহার বক্তব্য, এআইএমআইএম-এর প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কোনও 'গড ফাদার' নন৷ আর মানুষও ধর্মের ভিত্তিতে ভোটাধিকার প্রয়োগ করবেন না৷ তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে নির্বাচন ধর্মের ভিত্তিতে লড়াই করা হয় না৷ ওয়েইসির বাংলায় আগমন খুব বেশি প্রভাব ফেলতে পারবে না৷ কারণ, বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাস করে৷ তিনি কোনও গড ফাদার নন যে তিনি যা বলবেন মানুষ সেই কথা শুনে চলবে৷'

ওয়াইসির বিরুদ্ধে তোপ

ওয়াইসির বিরুদ্ধে তোপ

একই সঙ্গে ইয়াহা ওয়েইসির বিরুদ্ধে তোপ দেগেছেন৷ তাঁর অভিযোগ, ওয়েইসি বাংলার ধর্মের তাস খেলার চেষ্টা করছে৷ আর এই বিষয়ে তিনি জুড়েছেন ভারতীয় জনতা পার্টির নামও৷ তাঁর অভিযোগ, বিজেপি ও মিম ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে৷

বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে

বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে

তিনি বলেন, 'বিজেপি বাংলাকে ভাগ করার চেষ্টা করছে৷ মিমও তাই করছে৷ নির্বাচন সকলের জন্য৷ হিন্দু প্রধান বা মুসলিম প্রধান হিসেবে বাছাই করা এলাকায় শুধু ভোট হবে না৷ মিম শুধুমাত্র মুসলিম প্রধান এলাকায় কেন ভোটে লড়তে চাইছে? ধর্মের ভিত্তিতে অনুগ্রহ করে ভোট চাইবেন না৷'

সম্প্রতি বাংলায় এসেছিলেন আসাদুদ্দিন ওয়েইসি

সম্প্রতি বাংলায় এসেছিলেন আসাদুদ্দিন ওয়েইসি

ওয়াইসির দল সম্প্রতি বিহার বিধানসভা ভোটে ভালো ফলাফল করেছে৷ তার পর দলের তরফে জানানো হয় যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও তারা লড়াই করবে৷ সম্প্রতি বাংলায় এসেছিলেন আসাদুদ্দিন ওয়েইসি৷ তিনি ভোট সংক্রান্ত কিছু বৈঠকও করে গিয়েছেন৷

English summary
BJP MP Sakshi Maharaj claimed, AIMIM will help BJP win Assembly Elections in UP and West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X