বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়ের ছেলে গ্রেফতার! রাতের কলকাতায় সাংসদপুত্রের গাড়ি দুর্ঘটনা
রাতের কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা। গলফ গার্ডেন রোডের একটি পাঁচিলে সোজা গিয়ে ধাক্কা মারে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্য়ায়ের গাড়ি। মুহূর্তে পাঁচিল ধসে যায়। চরম দুর্ঘটনায় পড়ে যায় সাংসদপুত্রের গাড়ি। ঘটনার জেরে আটক করা হয়েছে আকাশকে।

১৫ অগাস্ট রাতে গাড়ি চালাচ্ছিলেন রূপার পুত্র আকাশ । জানা গিয়েছে,তাঁর সঙ্গে ছিলেন আরও একজন। ঘটনার পরই পুলিশ দুজনকে আটক করেছে। সূত্রের দাবি, যে গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে, সেই গাড়িটি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়ের নামে রয়েছে। রাতের কলকাতায় রূপা পুত্র মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওই পাঁচিলে ধাক্কা মারেন বলে দাবি স্থানীয়দের। জানা যায় , মদ্যপ অবস্থায় সাংসদপুত্র বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। আর তার জেরেই এমন দুর্ঘটনা।
ছেলের এমন দুর্ঘটনা নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া এখনও পর্যন্ত না পাওয়া গেলেও, আকাশের বাবা জানিয়েছেন , ছেলে যা করেছে তা অন্য়ায়। এমন দুর্ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য় ছড়ায় গলফ গার্ডেন রোড এলাকায়।