For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাকে বিচ্ছিন্ন করার দাবি তুললেন বিজেপি সাংসদ, পৃথক দার্জিলিং নিয়ে চিঠি শাহকে

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল বঙ্গভঙ্গের সম্ভাবনা উসকে দিয়েছিল। বিজেপির রাজত্বে বাংলার উপরও যে খাঁড়া নেমে আসতে পারে, সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন সোমেন মিত্র-মহম্মদ সেলিমরা।

Google Oneindia Bengali News

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল বঙ্গভঙ্গের সম্ভাবনা উসকে দিয়েছিল। বিজেপির রাজত্বে বাংলার উপরও যে খাঁড়া নেমে আসতে পারে, সেই প্রশ্ন তুলে দিয়েছিলেন সোমেন মিত্র-মহম্মদ সেলিমরা। তাঁদের আশঙ্কা সত্য করে দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলে দিলেন নবনির্বাচিত বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত।

দার্জিলিং কেন্দ্রশাসিত অঞ্চল! শাহকে চিঠি

দার্জিলিং কেন্দ্রশাসিত অঞ্চল! শাহকে চিঠি

পাহাড় সমস্যার সমাধানের জন্য দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি জানালেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত। তিনি এই মর্মে চিঠি লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই চিঠিতে উল্লেখ রয়েছে ‘গোর্খাল্যান্ড' শব্দটির। আর এই চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

চিঠিতে গোর্খাল্যান্ডের উল্লেখ

চিঠিতে গোর্খাল্যান্ডের উল্লেখ

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রস্তাব খতিয়ে দেখার কথাও জানানো হয়েছে। একইসঙ্গে গোর্খাল্যান্ড শব্দটি উল্লেখ থাকায় বঙ্গ বিজেপি অস্বস্তিতে পড়েছে। বঙ্গ বিজেপি আগে গোর্খাল্যান্ডের বিরোধিতা করেছিল। এখন আবার বিজেপি সাংসদের চিঠিতে এই গোর্খাল্যান্ডের সমর্থন বিজেপিকে বেকায়দায় ফেলে দিয়েছে। বিজেপি যে বঙ্গভঙ্গের পক্ষে তা প্রমাণ করছে সাংসদের এই চিঠি।

পাহাড় সরব গোর্খাল্যান্ডের দাবিতে

পাহাড় সরব গোর্খাল্যান্ডের দাবিতে

উল্লেখ্য কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্ত হওয়ার পরই সোমবার পাহাড়ের রাজনৈতিক দলগুলি গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়। বিমল গুরুং, বিনয় তামাং ফের এক সুরে দাবি জানান। দাবি তোলেন নীরজ লিম্বাও। জম্মু-কাশ্মীরের ধাঁচে দার্জিলিংকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার কথা বলা হয়।

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি!

ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি!

বিজেপি সাংসদ রাজু সিং বিস্ত জানান, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো ২০২৪ সালের আগে পাহাড় সমস্যার সমাধান তাঁদের অ্যাজেন্ডায় রয়েছে। সেই মোতাবেক দার্জিলিংকে কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব দিয়েছেন তিনি। দার্জিলিংয়ে ৩৬০ ধারা জারির প্রস্তাবও দেন তিনি। পশ্চিমবঙ্গ পুলিশকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে দিল্লি পুলিশকে দেওয়ার আর্জি জানান তিনি।

বেকায়দায় বঙ্গ বিজেপি

বেকায়দায় বঙ্গ বিজেপি

বঙ্গ বিজেপির একাংশ মনে করছে, বিজেপি সাংসদের এই অবস্থায় বাংলায় উল্টো প্রবাব ফেলবে। বিজেপি রাজ্য সভাপতি দিলিীপ ঘোষ বলেন, আমরা কেউ গোর্খাল্যান্ড চাই না। আমরা চাই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান। আমাদের দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে সেই আর্জি রেখেছি।

English summary
BJP MP Raju Singh Bist writes letter to Amit Shah in demand of Darjeeling. He wants Darjeeling as separate Union Territory.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X