For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেয়রের কাছে চা খেতে চাইলেন বিজেপি সাংসদ, রাজনৈতিক মহলে শোরগোল

মেয়রের কাছ থেকে বিজেপি সাংসদের চা খাওয়ার অনুরোধকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়িতে চায়ে পে চর্চায় হাজির হয়েছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা।

  • |
Google Oneindia Bengali News

মেয়রের কাছ থেকে বিজেপি সাংসদের চা খাওয়ার অনুরোধকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শিলিগুড়িতে চায়ে পে চর্চায় হাজির হয়েছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা। নিজের কর্মসূচির মধ্যেই শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে ফোন করে চা খাওয়ার আব্দার করেন তিনি। যদিও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

শিলিগুড়িতে সিএএ-র পক্ষে প্রচার

শিলিগুড়িতে সিএএ-র পক্ষে প্রচার

নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে শিলিগুড়িতে প্রচারে বেরিয়েছিলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা। শহরের ৩০ নম্বর ওয়ার্ডে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চায়ে পে চর্চাও যোগ দেন তিনি। এরপর কুলেশ্বরী বাজারের দিকে যাওয়ার সময় রাজু বিস্তা ফোন করেন শিলিগুড়ির মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে। তাঁর কাছে চা খাওয়ার আব্দার করেন বলে জানা গিয়েছে।

 তৃণমূলের সমালোচনা

তৃণমূলের সমালোচনা

এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের তরফে সমালোচনা শুরু হয়েছে। তাদের অভিযোগ, বিজেপি ও সিপিএম-এর গোপন সম্পর্ক ফাঁস হয়ে গিয়েছে। জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেছেন, গত লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল বলে আসছে সিপিএম-এর সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। পুর নির্বাচনেও তারা বোঝাপড়া করবে বলে অভিযোগ করেন তিনি।

 রাজু বিস্তার সাফাই

রাজু বিস্তার সাফাই

যদিও বিষয়টি নিয়ে সাফাই দিয়েছেন রাজু বিস্তা। তিনি বলেছেন, শিলিগুড়ির মেয়র তাঁর কাছে বড় দাদার মতো। অন্যদিকে মেয়রও তাঁকে স্নেহ করেন। তিনি আরও বলেন, কংগ্রেসের শঙ্কর মালাকারও তাঁকে পছন্দ করেন।

শেষ পর্যন্ত হয়নি চা খাওয়া

শেষ পর্যন্ত হয়নি চা খাওয়া

রাজু বিস্তা বলেন, অশোক ভট্টাচার্যকে ফোন করে বাড়িতে গিয়ে চা খেতে চেয়েছিলেন। কিন্তু মেয়র না থাকায় তা সম্ভব হয়নি।

 বাড়িতে থাকলে চা খাওয়াতাম, বললেন অশোক

বাড়িতে থাকলে চা খাওয়াতাম, বললেন অশোক

অন্যদিকে, অশোক ভট্টাচার্য বলেছেন, তাঁর কাছে সাংসদের ফোন নম্বর ছিল না। তাই কে ফোন করেছিলেন, তা তিনি বুঝতে পারেননি। পরে তিনি জানতে পারেন বিষয়টি। কলকাতায় থাকায় সাংসদকে বাড়িতে যেতে বলতে পারেননি তিনি। তাঁর প্রশ্ন যদি কেউ চা কিংবা জল চান, তাহলে কি দেওয়া যাবে না? তিনি ঘৃণার রাজনীতি করেন না বলেও জানিয়ে দেন। তিনি আরও বলেন, রাজনীতির ময়দানে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই আগামী দিনেও চলবে।

English summary
BJP MP Raju Bista wants to drink tea from Siliguri mayor Ashok Bhattacharya. That creates controversy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X