For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুর-কাণ্ড নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানাবে বিজেপি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

লেখি
কলকাতা, ২১ সেপ্টেম্বর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে পরিপূর্ণভাবে দাঁড়াল বিজেপি। রবিবার দলের সাংসদ মীনাক্ষি লেখি জানালেন, ছাত্রীদের ওপর পুলিশি বর্বরতার কথা জানিয়ে তিনি জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ হবেন।

আরও পড়ুন: ঠেলার নাম বাবাজি? ২২ দিন পর হঠাৎই যাদবপুরের নিগৃহীতার বাড়িতে পার্থ, সঙ্গী শঙ্কুদেব
আরও পড়ুন: সিপিএম, বিজেপি নয়, তৃণমূলের 'দুশমন' এখন যাদবপুরের পড়ুয়ারা

এর আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খুলেছে রাজ্য বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, বসিরহাট দক্ষিণের বিধায়ক শমীক ভট্টাচার্য কড়া নিন্দা করেছেন ঘটনার। এ বার জাতীয় স্তরে বিষয়টি নিয়ে শোরগোল তুলতে চাইছে বিজেপি। মীনাক্ষি লেখির উদ্যোগ তাই যথেষ্ট ইঙ্গিতবাহী।

এখানে একটি সভায় মীনাক্ষি লেখি বলেন, পুলিশ তার আইনি দায়িত্ব পালন করেনি। ছাত্রীদের অসম্মান করা হয়েছে। এ জন্য জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দরকার। তদন্ত করে তারা উপযুক্ত ব্যবস্থা নিক। নিজে চিঠি লিখে এই আর্জি পেশ করবেন বলে জানান মীনাক্ষিদেবী।

প্রসঙ্গত, সোমবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন বলেছিলেন। কিন্তু অনিবার্য কারণে তিনি আসতে পারছেন না।

English summary
BJP MP Minakshi Lekhi will write to NCW about molestation of JU girls by police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X