For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন কেড়েছে মমতার উন্নয়ন! মদন মিত্রের হাত ধরে তৃণমূলে যোগ প্রভাবশালী বিজেপি সাংসদের দাদার

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সব জেলাতেই দলবদল চলছে। প্রতিদিনই চলছে দলবদল। এই প্রতিবেদন কোনও দলবদলের নয়। বিজেপির ঘর ভেঙে অরাজনৈতিক ব্যক্তির তৃণমূলে যোগদান। আর তা হয়েছে মদন মিত্রের উদ্যোগে। প্

  • |
Google Oneindia Bengali News

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের প্রায় সব জেলাতেই দলবদল চলছে। প্রতিদিনই চলছে দলবদল। এই প্রতিবেদন কোনও দলবদলের নয়। বিজেপির ঘর ভেঙে অরাজনৈতিক ব্যক্তির তৃণমূলে যোগদান। আর তা হয়েছে মদন মিত্রের উদ্যোগে। প্রভাবশালী বিজেপি সাংসদের দাদা তৃণমূলে যোগ দিয়েছেন।

মুকুলের সুরে সুর! পদ হারিয়ে রাহুল সিনহা 'পাশে' পেলেন সায়ন্তন বসুকেমুকুলের সুরে সুর! পদ হারিয়ে রাহুল সিনহা 'পাশে' পেলেন সায়ন্তন বসুকে

তৃণমূলের পতাকা হাতে লকেট চট্টোপাধ্যায়ের দাদা

তৃণমূলের পতাকা হাতে লকেট চট্টোপাধ্যায়ের দাদা

এবার বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ঘরে ভাঙন। তাঁর দাদা সুশান্ত চট্টোপাধ্যায় তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণেশ্বরে কৃষি বিল নিয়ে তৃণমূলে বিক্ষোভের মঞ্চে মদন মিত্রের হাত থেকে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

তৃণমূলে যোগ বিভিন্ন দলের কর্মী, সমর্থকদের

তৃণমূলে যোগ বিভিন্ন দলের কর্মী, সমর্থকদের

ওইদিন তৃণমূলে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে আসা কমপক্ষে ২০০ কর্মী, সমর্থক। এমনটাই দাবি করা হয়েছে শাসকদলের তরফে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান

সুশান্ত চট্টোপাধ্যায় জানিয়েছে, তিনি আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও, সমাজ সেবামূলক কাজে যুক্ত। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে যুক্ত হতে চান। সেই জন্যই মদন মিত্রের হাত ধরে তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন।

পরিবারের সমর্থন নিয়েই তৃণমূলে যোগ

পরিবারের সমর্থন নিয়েই তৃণমূলে যোগ

সুশান্ত চট্টোপাধ্যায় আরও দাবি করেছেন তাঁর এই তৃণমূলে যোগদানের পিছনে পরিবারের সমর্থন রয়েছে। কেননা বোন লকেট চট্টোপাধ্যায় নিজের দলের আর তিনি তার দলের হয়ে কাজ করবেন।

শাসকদলের বার্তা

শাসকদলের বার্তা

২০২১-এর লড়াই কঠিন লড়াই। কোচবিহার হোক কিংবা মেদিনীপুর বিজেপির প্রভাবশালীদের দলবদল করিয়ে গেরুয়া শিবিরকে বার্তা দিতে চাইছে রাজ্যের শাসকদল। সেই পরিস্থিতিতে এই যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ।

English summary
BJP MP Locket Chatterjee's brother Sushanta Chatterjee joins TMC with the help of Madan Mitra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X