For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জন্ম থেকে মৃত্যু, পদে পদে কাটমানি খেয়েছে তৃণমূল', সংসদে সুর চড়ালেন বিজেপি নেত্রী লকেট

কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফের আসরে নামল বিজেপি। লোকসভায় কাটমানি নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফের আসরে নামল বিজেপি। লোকসভায় কাটমানি নিয়ে সুর চড়ালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জিরো আওয়ারে কাটমানি নিয়ে বলতে গিয়ে লকেট অভিযোগ করেছেন, '‌কাটমানির বেশিরভাগটাই নিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে জন্ম থেকে মৃত্যু সবক্ষেত্রেই রমরমিয়ে চলছে কাটমানি। মুখ্যমন্ত্রীই তাঁর দলের নেতাদের বলেছিলেন, কাটমানির টাকার ২৫ শতাংশ আপনারা রাখুন আর ৭৫ শতাংশ আমাকে দিন। সেই টাকায় কালীঘাটে ১৩টা ফ্ল্যাট হয়েছে। পুরী ও গোয়ায় হোটেল হয়েছে। থাইল্যান্ড থেকে সোনা আসছে।'‌

লোকসভায় শোরগোল

লোকসভায় শোরগোল

তৃণমূল কংগ্রেস নেত্রীকে সরাসরি আক্রমণ করায় লোকসভার মধ্যেই শোরগোল শুরু করে দেন তৃণমূল সাংসদরা। তাঁদের তোয়াক্কা না করেই লকেট আরও সুর চড়াতে থাকেন। উত্তেজনা থামাতে শেষে হস্তক্ষেপ করেন স্পিকার‌। তিনিই লকেটকে বক্তব্য শেষ করতে বলেন।

দিলীপের পথে লকেট

দিলীপের পথে লকেট

এর আগে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একই ভাবে কাটমানি ইস্যুতে লোকসভায় সরব হয়েছিলেন। তৃণমূল সরকারকে কটাক্ষ করে সেদিন লোকসভায় দিলীপ বলেছিলেন, ‘‌সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি কথা শোনা যাচ্ছে। সেটা কাটমানি। আর কোনও রাজ্যে এই শব্দটি শোনা গিয়েছে বলে মনে হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাটমানি প্রতিরোধে আইন আনবেন।'‌

তৃণমূলে কাটমানি বিতর্ক

তৃণমূলে কাটমানি বিতর্ক

গত ১৮ জুন দলের নেতা কর্মীদের কাটমানি ফেরতের দেওযার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই কাটমানি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শেষে তৃণমূল কংগ্রেসকে বিবৃতি জারি করে বলতে হয়েছিল দলের ৯৯ শতাংশ নেতা সৎ। এর পরেও থামেনি বিক্ষোভ। শেষে কাটমানি নেওয়ার অভিযোগ জানাতে নবান্নে হেল্পলাইন খোলা হয়েছে। এমনকী নতুন আইন তৈরিরও সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন:জেলায় কাটমানি পোস্টার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে! এলাকায় চাঞ্চল্য ][আরও পড়ুন:জেলায় কাটমানি পোস্টার কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে! এলাকায় চাঞ্চল্য ]

[আরও পড়ুন:কাটমানি পোস্টার এবার কলকাতায়! অভিযুক্ত এক প্রভাবশালী মন্ত্রী ও কাউন্সিলর][আরও পড়ুন:কাটমানি পোস্টার এবার কলকাতায়! অভিযুক্ত এক প্রভাবশালী মন্ত্রী ও কাউন্সিলর]

English summary
BJP MP Locket Chatterjee Attack Mamata Banerjee On Cutmoney Issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X