For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে যাচ্ছেন না, জানিয়ে ঘাসফুল নেতাদের একহাত নিলেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম

ঘাসফুল নেতাদের একহাত নিলেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ফেসবুকে প্রচার চলছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন ঝাড়গ্রামরের সাংসদ কুনার হেমব্রম৷ একুশের বিধানসভা ভোটে ঝাড়গ্রাম জেলায় চার বিধানসভাতেই হেরেছে বিজেপি৷ লোকসভা ভোটে ঝাড়গ্রাম জিতলেও একুশে মুখ থুবড়ে পড়েছে দিলীপব্রিগেড৷

তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুরু হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম৷ বুধবার ফেসবুক লাইভে এসে এই প্রচারের বিরোধিতা করলেন স্বয়ং সাংসদই৷

ফেসবুক লাইভে কি বললেন ঝাড়গ্রামের সাংসদ?

ফেসবুক লাইভে কি বললেন ঝাড়গ্রামের সাংসদ?

ফেসবুক লাইভে কুনার বলেন, 'সম্প্রতি আমাকে নিয়ে কিছু অপোপ্রচার করা হচ্ছে৷ এবং এটা ইচ্ছাকৃত ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে৷ শিখা সরেন নামে একজন প্রচার করছেন আমি তৃণমূলে যোগ দিচ্ছি৷ কিন্তু আমি পরিষ্কার জানিয়ে রাখছি আমি বিজেপিতেই রয়েছি৷ জানি না উনি (শিখা সরেন) কেন এই মিথ্যে প্রচার করছেন। উনি দিব্যাং বলেই জানি। আমরা জানি দিব্যাংদের দিব্য দৃষ্টি থাকে। উনি হয়ত ওর দিব্য দৃষ্টিতে এমন কিছু দেখতে পেয়েছেন যা আমি স্বপ্নেও ভাবি না।'

ঘাসফুল নেতাদের একহাত নিলেন কুনার

এর পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কুনার আরও বলেন, 'ওদের নেত্রীর পথেই চলছে ওঁরা৷ নেত্রীও ভোটের আগে কলকাতা থেকে এসে জঙ্গলমহলের মানুষকে ভুল বোঝান। এরাও তাই করছে। ওদের নেত্রী মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জঙ্গলমহলের কিছু আদিবাসী নেতাকে টাকা ও মদ মাংস খাইয়ে এই ভোট জোগাড় করেছে৷ কিন্তু কখনও জঙ্গলমহলের মানুষের উন্নয়নের কথা ভাবেনি৷ এরাও একই রকম অপপ্রচার শুরু করেছে।'

বিজেপি কর্মী খুন নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে কী বললেন কুনার?

বিজেপি কর্মী খুন নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে কী বললেন কুনার?

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জাম্বনীতে এসে মৃত বিজেপি কর্মী কিশোর মাণ্ডির পরিবাররের সঙ্গে দেখা করেছিলেন কেন্দ্রীয় তপশিলি কমিশনের সদস্যরা। যেখানে উপস্থিত ছিলেন কুনার হেমব্রম ও৷ গতকাল পুরো বিষয়টি নিয়ে ওয়ান ইন্ডিয়াবাংলা-কে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম বলেন, 'দেখুন আমরা অনেকদিন থেকেই দাবি করে আসছি কিশোরের খুনের দ্রুত তদন্তের। কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না। আর শুধু এখানে কেন সারা রাজ্যেই আমাদের কর্মীরা খুন হচ্ছেন, প্রশাসন নির্বিকার। এখন সব তৃণমূলের অঙ্গুলিহেলনে চলছে৷' এরপই কুনারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভালোমতো প্রচার শুরু হয়েছে বলে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা জানিয়েছেন৷

English summary
BJP MP Kunar Hembrum rebukes TMC leaders by saying he is not going to join TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X