ফের বিতর্কে বিজেপি সাংসদ! তৃণমূল বিধায়কের হত্যায় নাম জড়ানোর পর এবার পরকীয়ায় 'অভিযুক্ত'
তৃণমূল বিধায়কের হত্যাকাণ্ডে নাম জড়িয়েছিল আগেই। এবার রানাঘাটের বিজেপি সাংসদের নাম জড়াল পরকীয়ায়। যার প্রেমে পড়েছেন বলে মনে করা হচ্ছে, তার নাম কৃষ্ণা বলে জানা গেলেও আর কোনও পরিচয় পাওয়া যায়নি। তবে এই ঘটনায় রাজ্য বিজেপিও যে মুশকিলে তা বলাই বাহুল্য। তবে ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা পরীক্ষা করে দেখেনি। আর এসম্পর্কে সাংসদের কোনও মন্তব্যও পাওয়া যায়নি।

সামনে এসেছে মোবাইলের ৪ টি স্ক্রিন শট
বিভিন্ন সাংবাদ মাধ্যমে জগন্নাথ সরকারের বিরুদ্ধে পরকীয়ার যে অভিযোগ উঠেছে, তার সমর্থনে সামনে আনা হয়েছে মোবাইলের ৪ টি স্ক্রিনশটকে। সেখানকার একটি দেখা যাচ্ছে জগন্নাথ লিখেছেন, এমন করে কাউকে ভালবাসিনি কৃষ্ণা। জবাবে সেই মহিলা লিখেছেন, শিয়ালদহ স্টেশনের দোতলায় রুম পাওয়া যায়। যেতে পারবে। জবাবে জগন্নাথ লিখেছেন, কত সময়ের জন্য, তারপর বাড়িতে তিনি কী বলবেন, প্রশ্ন করেছেন বিজেপি সাংসদ।

সোশ্যাল মিডিয়ার দৌলতে চ্যালেঞ্জ জগন্নাথ সরকারকে
সোশ্যাল মিডিয়ার দৌলতে বিজেপি সাংসদকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দাদা সব কিছু বেরিয়ে গেল। এবার মুখ দেখাতে পারবেন তো? তিনি আরও বলেছেন, বিজেপি সাংসদের বিরুদ্ধে অনেক কিছুই শোনা যেত, কিন্তু কোনও প্রমাণ ছিল না।

যুবকের পরিচয় নিয়ে জল্পনা
আর এই যুবকের পরিচয় নিয়ে জল্পনা তৈরি হয়েছে। স্ক্রিনশট পাঠানো যুবক নিজেকে নবনির্মাণ ভারত পশ্চিমবঙ্গ(আরএসএস) নামে একটি সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে দাবি করেছেন। নিজের নাম সম্রাট শর্মা চৌধুরী বলে জানিয়েছেন ওই যুবক।

মুখে কুলুপ রাজ্য বিজেপি নেতৃত্বের
পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ বিজেপির রাজ্য নেতৃত্বের। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা হয়েছে।
রয়েছে সব্যসাচী দত্তের টাটকা স্মৃতি! মুকুল রায়ের সঙ্গে বৈঠক করা দলের ব্লক সভাপতিকে তলব অনুব্রতর