For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাটপাড়ায় পুরসভার ক্ষমতা থাকল অর্জুনের 'হাতে'ই! পুরপ্রধান নির্বাচিত সৌরভ সিং

সরকারিভাবে ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি। এদিন পুরপ্রধান নির্বাচিত হন অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং। তিনি ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

Google Oneindia Bengali News

সরকারিভাবে ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি। এদিন পুরপ্রধান নির্বাচিত হন অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং। তিনি ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সূত্রের খবর অনুযায়ী, এদিন পুরপ্রধান নির্বাচনে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দেন পুরসভার ২৬ জন কাউন্সিলর।

ভাটপাড়ায় পুরপ্রধান হলেন অর্জুন সিং-এর ভাইপো

ভাটপাড়ায় পুরপ্রধান হলেন অর্জুন সিং-এর ভাইপো

ভাটপাড়ায় বিজেপির পুরপ্রধান নির্বাচিত হলেন, বিজেপি সাংসদ অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং। প্রসঙ্গত ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং-এর ছেলে। নোয়াপাড়ার বিধায়ক তথা গারুলিয়া পুরসভার চেয়ারম্যানও অর্জুন সিং-এর আত্মীয় সুনীল সিং। যদিও তিনি এখনও সরকারিভাবে বিজেপিতে যোগ দেননি।

ভোটদানে অংশ নিল না তৃণমূল

ভোটদানে অংশ নিল না তৃণমূল

এদিন পুরপ্রধান নির্বাচনে অংশ নেননি অর্জুন সিংকে পুরপ্রধানের পদ থেকে অপসারণের পর দায়িত্বে থাকা সোমনাথ তালুকদার-সহ বাকি তৃণমূল কাউন্সিলররা। তবে এদিন পুরসভায় এসেছিলেন এতদিন দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পুরপ্রধান।

সংখ্যা বাড়ছে বিজেপির তরফে

সংখ্যা বাড়ছে বিজেপির তরফে

ভাটপাড়া পুরসভায় কাউন্সিলর থাকার কথা ৩৫ জন। কিন্তু একজনের মৃত্যু হওয়ায় বর্তমানে সেই সংখ্যা ৩৪। যার মধ্যে ৩৩ জন নির্বাচিত হয়েছিলেন তৃণমূলের তরফে। ৮ এপ্রিল ২২-১১ ভোটে হেরেছিলেন অর্জুন সিং। এরপর ২৭ মে আটজন তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। সেই সময় ভাটপাড়ায় বিজেপির কাউন্সিলর সংখ্যা ২৩ বলে জানানো হয়েছিল। যদিও মঙ্গলবারের ভোটাভুটিতে ২৬ টি ভোট পান বিজেপির চেয়ারম্যান পদপ্রার্থী।

English summary
BJP MP Arjun Singh's relative Sourav Singh is elected as the chairman of the Bhatpara Municipality. He isthe councillor from ward no 20.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X