For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বিরুদ্ধে এফআইআরের হুঁশিয়ারি! তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, বিস্ফোরক অর্জুন সিং

তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে। এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

  • |
Google Oneindia Bengali News

তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে। এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। সিপি মনোজ বর্মার কাছে অভিযোগ জানালেও তিনি অভিযোগ নেননি বলেও অভিযোগ অর্জুন সিং-এর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার চ্যালেঞ্জও তিনি নেন এদিন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অর্জুন সিং বেলঘড়িয়ায় আহত বিজেপি কর্নীদের দেখতে যান।

তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, দাবি অর্জুনের

তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে, দাবি অর্জুনের

তাঁকে খুনের ষড়যন্ত্র চলছে বলে দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুরের কমিশনার মনোজ বর্মার কাছে অভিযোগ জানাতে যাওয়া হলেও, তিনি অভিযোগ জমা নেননি বলেও অভিযোগ করেছেন অর্জুন সিং। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক এবং লোকসভার অধ্যক্ষকে জানিয়েছেন, এদিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে বলেন অর্জুন সিং।

অর্জুন সিং-এর অভিযোগ

অর্জুন সিং-এর অভিযোগ

অর্জুন সিং-এর অভিযোগ ইটের আঘাত নয়, রবিবার তাঁর মাথায় পড়েছিল লাঠি, বন্দুকের বাট। যা মেরেছিলেন মনোজ বর্মা। এই মনোজ বর্মা তাঁকে মারার জন্য আগে একবার পুরস্কার পেয়েছেন, আর মারার পর আরেকবার পুরস্কার পাবেন, এমনটাও কটাক্ষ করেন বিজেপি সাংসদ। রাস্তা অবরোধে কাউকে সতর্ক না করে পুলিশের লাঠিচার্জ সমালোচনা করেন অর্জুন সিং। পুলিশ রাস্তা নেমে সাধারণ মানুষের ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এপ্রসঙ্গে ব্যারাকপুর কমিশনারেটের আধিকারিক অজয় ঠাকুরের নামও তিনি উল্লেখ করেন। বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বিরুদ্ধে ৪৭ টি মামলা হয়েছে বলেও অভিযোগ করেন অর্জুন সিং।

মুকুল রায়ের অভিযোগ

মুকুল রায়ের অভিযোগ

অর্জুন সিংকে খুনের ষড়যন্ত্র চলছে। অভিযোগটা প্রথম করেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার বিকেলে একধাপ এদিয়ে তিনি অভিযোগ করেন, অর্জুন সিংকে খুন করতে চাইছেন
মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার দাবি তোলেন মুকুল। তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিধায়কদেরও
খুন করতে চাইছেন।

<strong>[আরও পড়ুন: ছটি আসনে উপনির্বাচন! প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি]</strong>[আরও পড়ুন: ছটি আসনে উপনির্বাচন! প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি]

[আরও পড়ুন:মুকুলের উপদেশে বেরোল সমাধান সূত্র! শোভন ছিলেন, আছেন, বললেন বিজেপি নেতা][আরও পড়ুন:মুকুলের উপদেশে বেরোল সমাধান সূত্র! শোভন ছিলেন, আছেন, বললেন বিজেপি নেতা]

English summary
BJP MP Arjun Singh's allegation against police as conspiracy to kill him. There was a attack on Arjun Singh on Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X