For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদিকে বলোর পাল্টা ছক তৈরি! কাজে নেমে পড়লেন বিজেপি সাংসদ অর্জুন

ছাড়বার পাত্র নন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজনীতির লড়াইয়ে টিকে থাকতে নতুন উপায় উদ্ভাবন করলেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর উদ্যোগে সামনে এল'হাত বাড়ালেই বন্ধু'। এটি একটি মোবাইল অ্যাপ।

  • |
Google Oneindia Bengali News

ছাড়বার পাত্র নন বিজেপি সাংসদ অর্জুন সিং। রাজনীতির লড়াইয়ে টিকে থাকতে নতুন উপায় উদ্ভাবন করলেন ব্যারাকপুরের এই সাংসদ। তাঁর উদ্যোগে সামনে এল 'হাত বাড়ালেই বন্ধু'। এটি একটি মোবাইল অ্যাপ। ইতিমধ্যে সাড়া ফেলেছে তৃণমূলের দিদিকে বলো অ্যাপ। তারই পাল্টা হিসেবে স্থানীয় জনগণের অভাব অভিযোগ শুনতে এই অ্যাপ চালু করলেন অর্জুন সিং। যদিও তাঁর এই উদ্যোগ দিদিকে বলোর পাল্টা বলতে নারাজ তিনি। তবে দেশের সাংসদদের নিরিখে অর্জুন সিং-এর অ্যাপ প্রথম বলে জানা গিয়েছে।

মোদীর ডিজিটাল ইন্ডিয়ার প্রযুক্তি

মোদীর ডিজিটাল ইন্ডিয়ার প্রযুক্তি

ব্যারাকপুরের সুকান্ত সদনে এক অনুষ্ঠানে অর্জুন সিং অভিযোগ করে বলেন, গত ১০ বছরে প্রাক্তন সাংসদকে হাত বাড়ালে দূরের কথা, বাড়িতে গেলেও পাওয়া যেত না। মোদীর ডিজিটাল ইন্ডিয়াকে একধাপ এগিয়ে দিয়ে প্রযুক্তিকে কাজে লাগানো হল বলে মন্তব্য করেছেন তিনি।

সমস্যার সমাধানের আশ্বাস

সমস্যার সমাধানের আশ্বাস

অর্জুন সিং বলেছেন, অভিযোগ এলে দ্রুত মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজনে অভিযোগকারী একেবারে কাছে, এমন কী বাড়িতে গিয়েও সমস্যা সমাধানের ব্যাপারে আশাবাদী
তিনি। তবে সমস্যার সমাধান না হলেও মানু।জনের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তিনি।

অ্যাপ থেকে যা জানা যাবে

অ্যাপ থেকে যা জানা যাবে

এই অ্যাপ থেকে সাংসদের প্রতিদিনের কর্মসূচির পাশাপাশি সাংসদ তহবিলের টাকা কোথায় কীভাবে খরচ করা হচ্ছে তা জানা যাবে।

অর্জুনের কটাক্ষ

অর্জুনের কটাক্ষ

তৃণমূলের দিদিকে বলো নিয়ে কটাক্ষ করেছেন অর্জুন সিং। তিনি বলেছেন, দিদিকে বলে আর কী হবে। সব জায়গায় কাটমানি দিতে হচ্ছে। দিদিকে বললে কাটমানি
দ্বিগুণ হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

English summary
BJP MP Arjun Singh introduces Hat Baralei bandhu App as against Didike balo app of TMCArjun Singh will hear grievances of general people through this app.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X