For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এনকাউন্টার করতে এসেছিল আমায়', বিস্ফোরক অর্জুন সিংয়ের নিশানায় কে, রাজনৈতিক পারদ তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

করোনার আবহে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে চড়তেই বাংলার মাটিতে বিজেপি-তৃণমূল কংগ্রেস দ্বন্দ্ব ফের পারদ চড়াতে শুরু করল রাজনীতির। করোনা পরিস্থিতি নিয়ে ক্রমেই মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। আর এবার এমন সংকটকালে বিস্ফোরক এক অভিযোগ তুলে ধরলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং।

 তোপ অর্জুনের

তোপ অর্জুনের

অর্জুন সিং বলেন, রাজ্য় সরকার কিছুতেই প্রথমে রাজি হচ্ছিল না শ্রমিক ট্রেন চালানোর জন্য। পরবর্তীকালে কেন্দ্রীয় রেলমন্ত্রীর চাপে পড়ে মমতা সরকার রেলের বিষয়ে রাজি হয়েছেন। অর্জুন সিং এর দাবি, দুঃস্থদের দাবি দাওয়া প্রসঙ্গে বিজেপি সরব হতেই প্রতিহিংসায় নেমে আসে তৃণমূল।

এনকাউন্টার এর বিস্ফোরক দাবি

এনকাউন্টার এর বিস্ফোরক দাবি

অর্জুন সিং বলেন, ' বাংলায় এই সমস্তর বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আর সব হতেই ওনার এতটাই গায়ে লেগেছে যে, উনি সাদা পোশাকে পুলিশকে পাঠিয়ে আমায় এনকাউন্টার করতে চেয়েছেন।'

'আমার পরিবারের মানুষদেরও..'

'আমার পরিবারের মানুষদেরও..'

এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের আক্ষেপ, শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারকেও নিশানা করছে মমতা সরকার। তিনি বলেন, 'দুটি হত্যা হয়েছে কাঁকিনাড়ায়...

 সন্দেহের তির

সন্দেহের তির

অর্জুন সিংয়ের দাবি, মমতার প্রশাসনিক কর্তারা অর্জুন সিং কে নোটিস দিতে সাংসদের কাছে গিয়ে নোটিস লিখছেন। অর্জুনের প্রশ্ন, 'কেউ নোটিস এখানে এসে কেন লিখবেন? তা তো পাঠাতেই পারেন!' সেই সূত্র ধরেই তাঁর দাবি, সংঘর্ষের আবহ তৈরির চেষ্টা করছে রাজ্যসরকার।

 অর্জুনের হুঁশিয়ারি

অর্জুনের হুঁশিয়ারি

অর্জুন সিং সাফ ভাষায় বলেন, তিনি মৃত্যুকে ভয় পান না। পাশপাশি তাঁর হুঁশিয়ারি , মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এমন ব্যক্তিদের সঠিক সময়ে সঠিক উত্তর মিলবে আইনের তরফে।

'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?', বন্দে ভারত নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা 'কলকাতায় কেউ ফিরতে চাইছেন না, এটা বিশ্বাসযোগ্য?', বন্দে ভারত নিয়ে তুঙ্গে কেন্দ্র-রাজ্য তরজা

English summary
BJP MP Arjun Singh accuses tmc conspired to Encounter him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X