For Quick Alerts
For Daily Alerts
নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনের মামলায় সিআইডি-তে হাজিরা বিজেপি সাংসদরে
নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের মামলায় CID তে হাজিরা দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। মঙ্গলবার রাতে নোটিশ পাঠিয়ে ডাকা হয় তাকে। সেই মতো এদিন সকালে ১১ টা ৩০ এ সিআইডি দফতরে হাজিরা দেন।

গত মার্চে জগন্নাথ সরকারের আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্তের স্বার্থে যখন তাকে ডাকা হবে তখন তিনি পুলিশকে তদন্তে সহযোগিতা করবেন এই শর্তে তার জামিন দিয়েছিল আদালত। সেই মতই এদিন তিনি হাজির হন।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর রাতে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে খুন হন নদীয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কাত্তিক বিশ্বাস, মনজিত মণ্ডল সহ চার জন। সেই মামলায় নাম জোড়ায় বিজেপি সংসদের।

NEW NORMAL : লকডাউন পৃথিবীর নয়া অধ্যায় অনলাইন ক্লাস ! কিন্তু ভবিষ্যৎ কী?
করোনা আবহে উত্তপ্ত বাসন্তী, রাজনৈতিক সংঘর্ষে নিহত এক তৃণমূলকর্মী, আহত ১২