For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ হাজার কোটি তোলার নির্দেশ দিয়েছিলেন অভিষেক! পাপের প্রায়শ্চিত্ত করছেন সাংসদ

ও ঘাটে তিনি আর যাবেন না। তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল পাঁচ হাজার কোটি টাকা তোলা আদায়ের।

Google Oneindia Bengali News

ও ঘাটে তিনি আর যাবেন না। তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ সাফ জানিয়ে দিলেন প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর দ্ব্যর্থহীন ভাষায় জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল পাঁচ হাজার কোটি টাকা তোলা আদায়ের। সেদিনই মিটিং থেকে বেরিয়ে কালীঘাটের মা কালীকে জানিয়ে এসেছিলাম, আর নয়।

পাঁচ হাজার কোটি টাকা তোলা!

পাঁচ হাজার কোটি টাকা তোলা!

বাঁকুড়ার কোতুলপুরে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, অভিষেক বালি খাদান থেকে পাঁচ হাজার কোটি টাকা তোলা আদায়ের নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে ন-লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে আদায়ের নির্দেশ দিয়েছিল।

পাপের প্রায়শ্চিত্ত করতে বিজেপিতে

পাপের প্রায়শ্চিত্ত করতে বিজেপিতে

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, এই কথা শোনার পরই আমি কালীঘাটের মা কালীকে প্রণাম করে বলে এসেছিল, আর এ জায়গায় আসব না। তারপরই বিজেপিতে যোগ দিয়েছি। পাপের প্রায়শ্চিত্ত করতেই তিনি বিজেপিতে এসেছেন বলে সাফ জানান সৌমিত্র। আর এখন তা করে চলেছেন তিনি।

মমতাকে বহুরূপীর সঙ্গে তুলনা

মমতাকে বহুরূপীর সঙ্গে তুলনা

একা অভিষেককেই নয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিঁধতে ছাড়লেন না এই তৃণমূল ত্যাগী বিজেপি সাংসদ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুরূপীর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিন্দু-মুসলিম বিভেদের সৃষ্টি করতে চাইছেন। তাই পুরনো তৃণমূলীদের আর অপেক্ষা করা উছিত নয়, এবার তাঁদের তৃণমূল ছাড়া উচিত।

সিঙ্গুর প্রসঙ্গে বিজেপি সাংসদ

সিঙ্গুর প্রসঙ্গে বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ বলেন, সিঙ্গুরের মানুষ এখন কাঁদছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উন্নয়ন রুখে দিয়েছিলেন, কর্মসংস্থানের সমূহ সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন, তারই ফল ভুগতে হচ্ছে আজ বাংলাকে। তিনি কাশ্মীর প্রসঙ্গে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল হয়েছে, সফল হয়েছে মোদী-শাহ জুটির জন্যই।

English summary
BJP MP alleges against Abhishek Banrerjee five thousand crore demands. So he decides to leave TMC and does atonement to come here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X