For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শ্রীরাম স্লোগান বিতর্কে এবার মুখ্যমন্ত্রী মমতাকে তুলনা এই চতুষ্পদের সঙ্গে! কুকথা বিজেপি নেতার

জয় শ্রীরাম বিতর্ক জারি এদিনও। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ ভিন রাজ্যের বিজেপি সাংসদের। বিজেপি সাংসদ অজয় ভাট বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরআচরণ ষাঁড়ে মতো।

  • |
Google Oneindia Bengali News

জয় শ্রীরাম নিয়ে সারা রাজ্যে বিতর্ক জারি রয়েছে। এই প্রসঙ্গে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ ভিন রাজ্যের বিজেপি সাংসদের। বিজেপি সাংসদ অজয় ভাট বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ ষাঁড়ে মতো। ষাঁড় লাল কাপড় দেখলে যেমন আচরণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই জয় শ্রীরাম স্লোগান শুনলেই তেড়ে যাচ্ছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের নৈনিতাল-উধমসিংনগর থেকে জয়ী বিজেপি সাংসদ।

মমতাকে আক্রমণ

মমতাকে আক্রমণ

সংবাদ সংস্থাকে অজয় ভাট বলেছেন, বাংলার মানুষ মমতা দিদিকে নাড়িয়ে দিয়েছেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে। তিনি প্রশ্ন করেন, যখন তিনি(মমতা) রামের নাম শোনেন, তখন তাঁর কী হয়। কারও মুখে জয় শ্রীরাম শুনলে তিনি(মমতা) লাল কাপড় দেখা ষাঁড়ের মতো ছুটে যান। মন্তব্য করেছেন ওই সাংসদ।

মৌচাকের সঙ্গে তুলনা

মৌচাকের সঙ্গে তুলনা

রামচন্দ্রের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বিরাগ কেন প্রশ্ন করেছেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে মন্তব্য করতে গিয়ে অজয় ভাট বলেন, জয় শ্রীরাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এমন আচরণ করছেন যেন, কেউ মৌচাকে হাত দিয়ে দিয়েছে। রাম হলেন আরাধ্য। যদি কেউ হ্যালো বলার বদলে জয় শ্রীরাম বলেন, তাতে দোষের কী আছে প্রশ্ন করেছেন তিনি।

ধৈর্য রাখার উপদেশ

ধৈর্য রাখার উপদেশ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ধৈর্য রাখার উপদেশও দেন। ওই সাংসদ বলেন, গণতন্ত্রে সবারই চেঁচানোর অধিকার আছে। এবারের নির্বাচনে উত্তরাখণ্ডের নৈনিতাল-উধমসিংনগরথেকে জয়ী হয়েছেন অজয় ভাট। তিনি কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী রহিশ রাওয়াতকে পরাজিত করেছেন।

English summary
BJP MP Ajay Bhatt called Mamata Banerjee as bull on Jai Shri Ram slogan issue. Mamata Banerjee gets angrywhen someone chants Jai Shri Ram in front of her.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X