
'ওয়ারেন্ট ছাড়া কেন অফিসে পুলিশি তল্লাশি', হাইকোর্টে মামলা ঠুকলেন শুভেন্দু
কোনও রকম ওয়ারেন্ট ছাড়াই শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ তল্লাশি চালিয়েছে। এই অভিযোগ কর কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি রাজশেখর মান্থার কাছে মামলা করার অনুমতি চেয়েছিলেন তিনি। তাতে বিচারপতি অনুমতি দিয়েছেন। তারপরেই আদালতে মামলা দায়ের করেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

শুভেন্দুর কার্যালয়ে পুলিশি তল্লাশি
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কার্যালয়ে হঠাৎ করে পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের কার্যালয়ে রবিবার বিকেলে তল্লাশি চালিয়েছে পুলিশ। তমলুক থানার পুলিশ সেখানে তল্লাশি চালিয়েছিল। শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাদ পালের স্ত্রী জাল নথি দিয়ে চাকরি পেেয়ছে অভিযোগ। এই নিয়ে মামলা হয়েছে। তার প্রেক্ষিতেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি চালানো হয়।

কী অভিযোগ শুভেন্দুর
রবিবারের ঘটনার পর থেকে রাগে ফুঁসছেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় এই নিযএ সরব হয়েছিলেন তিনি। টুইটে ঘটনার তীব্র নিন্দা করে শুভেন্দু অধিকারী বলেছিলেন, কোনও রকম তল্লাশির ওয়ারেন্ট ছাড়াই তাঁর কার্যালয়ে কীভাবে অভিযান চালায় পুলিশ। এমনকী ম্যাজিস্ট্রেট ছাড়াই রাজ্য পুলিশের পক্ষ থেকে জোর করে পুলিশে তল্লাশি অভিযান চলিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজ্য সরকার চক্রান্ত করেই এই তল্লাশি অভিযান চালিয়েছিলেন তাঁরা।

হাইকোর্টে মামলা শুভেন্দুর
এই ঘটনার প্রতিবাদে হাইকোর্টে মামলা করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার সকালে বিচারপতি রাজশেখর মান্থার কাছে মামলা করার অনুমতি চেয়েছিলেন তিনি। তাতে বিচারপতি অনুমতি দেন মামলা করার। তারপরেই মামলা দােয়র করেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। আদালতে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, কোনও রকম ওয়ারেন্ট ছাড়াই কীভাবে তাঁর কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ। এমনই অভিযোগ করা হয়েছে।

বিরোধীদের চাপে রাখার চেষ্টা
রাজ্যে বিরোধীদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। বিরোধীদের উপর রাজ্যে হামলা বাড়ছে বলে অভিযোগ করেছে বিজেপি। কয়েকদিন আগেই কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘিরে তোলপাড় হয়ে গিয়েছিল রাজনৈতিক মহল। অমিত শাহ পর্যন্ত এই নিয়ে সরব হয়েছিলেন। এবং বিজেপি নেতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করা হয়েছে।এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি রুজিরা-অভিষেকের! ইডির আধিকারিকদের নিরাপত্তার দায় রাজ্য সরকারের