For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে কি তৃণমূলে, নিজের অবস্থান স্পষ্ট করতে গৌতম বুদ্ধের শরণে বিজেপি বিধায়ক

রবিবার সন্ধেয় বিজেপির (bjp) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরেই কালিয়াগঞ্জ (kaliagunge) বিধানসভার বিধায়ক সৌমেন রায়কে (soumen roy) নিয়ে জল্পনা ছড়ায়। একাধিক সংবাদ মাধ্যমে মন্তব্য করা হয়, মুকুল রায়ের পথ তিনি ধরতে চলেছেন

Google Oneindia Bengali News

রবিবার সন্ধেয় বিজেপির (bjp) একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরেই কালিয়াগঞ্জ (kaliagunge) বিধানসভার বিধায়ক সৌমেন রায়কে (soumen roy) নিয়ে জল্পনা ছড়ায়। একাধিক সংবাদ মাধ্যমে মন্তব্য করা হয়, মুকুল রায়ের পথ তিনি ধরতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে জবাব দেওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন ওই বিধায়ক।

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই জল্পনা শুরু

মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরেই জল্পনা শুরু

প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন বিজেপির টিকিটে জেতা অনেক সাংসদ, বিধায়ক তৃণমূলে যোগ দিতে চাইছেন। পরে শুক্রবার মুকুল রায় ও শুভ্রাংশু রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। সেখানে মুকুল রায় বিজেপি থেকে দলবদলের ব্যাপারে ৩৫ জনের একটি তালিকা দিয়েছেন বলে জানা গিয়েছে। মুকুল রায় তৃণমূলে ফিরতেই বিজেপিতে থাকা বিশ্বজিথ দাসের মতো বিধায়ক এবং একের পর এক নেতা বিজেপিতে সম্মান নিয়ে কাজ করা যাচ্ছে না বলে অভিযোগ করেন।

বিধানসভা কেন্দ্রে বিধায়কের অনুপস্থিতি নিয়ে জল্পনা

বিধানসভা কেন্দ্রে বিধায়কের অনুপস্থিতি নিয়ে জল্পনা

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের প্রথমবারের বিজেপি বিধায়ক বেশ কিছুদিন ধরেই নিজের বিধানসভা এলাকায় অনুপস্থিত। জেলা পার্টি অফিসের বৈঠকেও তাঁকে দেখা যায়নি। তিনি কলকাতায় আছেন বলে জল্পনা শুরু হয়। যদিও তিনি দলের জেলা নেতৃত্বকে জানিয়েছিলেন, ফালাকাটার বাড়িতে যাচ্ছেন তিনি।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে জল্পনা আরও তীব্র

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার পরে জল্পনা আরও তীব্র

রবিবার সন্ধেয় জেলার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই সৌমেন রায়কে নিয়ে জল্পনা আরও তীব্র হয়। সৌমনে রায় কি মুকুল রায়ের পথেই হাঁটতে চলেছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয় বিভিন্ন মহলে। যদিও বিধায়ক পরে জানান, নিজের অজান্তেই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। নিজের বাবার অসুস্থতা নিয়ে ব্যস্ততার কথাও উল্লেখ করেছেন তিনি। (ছবি সৌজন্য: সৌমেন রায়ের টুইটার)

শরণে গৌতম বুদ্ধ

শরণে গৌতম বুদ্ধ

তবে তাঁকে নিয়ে জল্পনার খবর কানে যেতেই তা উড়িয়ে দিয়েছেন বিধায়ক সৌমেন রায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, কীভাবে একটি ভুল তথ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেছেন, ফালাকাটার বাড়িতে তিনি এসেছেন ২ মাস ৪ দিন পরে। সেখানেই তিনি সেবা সপ্তাহের কাজে জড়িয়ে বলেও দাবি করেছেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে এইসব করা হয়েছে এবং গুজব ছড়ানো হয়েছে। সবাই চাইছে সন্দেহ বাড়িয়ে তুলতে, মন্তব্য করেছেন তিনি। তৃণমূলে যাওয়ার প্রসঙ্গ উঠতেই তিনি গৌতম বুদ্ধের শরণ নিয়েছেন। তিনি বলেছেন, যখন গৌতম বুদ্ধ সমাধিতে পৌঁছেছিলেন, সেই সময় তিনি পূর্ণম কে শূণ্যম বলে ভেবেছিলেন, বাকিটা ইতিহাস। (ছবি সৌজন্য: সৌমেন রায়ের টুইটার)

সাগরে দুটি নিম্নচাপের জেরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরেসাগরে দুটি নিম্নচাপের জেরে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
BJP MLA from Kaliagunge Soumen Roy specifies his stand for his staying in party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X