For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভনের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দিচ্ছেন দেবশ্রী! বৈশাখীর উত্তর নিয়ে জল্পনা তুঙ্গে

বিজেপিতে যোগ দিতে চলেছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। সূত্রের খবর অনুযায়ী, একথা শোভন চট্টোপাধ্যায়কে জানিয়েও দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতেই শেষ অবধি যোগ দিতে চলেছেন রায়দিঘির তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। সূত্রের খবর অনুযায়ী, একথা শোভন চট্টোপাধ্যায়কে জানিয়েও দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে শোভন চট্টোপাধ্যায় কোনও প্রতিবাদ করেননি বলেই জানা গিয়েছে। আপাতত তৃণমূলের জনপ্রতিনিধি ভাঙিয়ে বিজেপির শক্তি বৃদ্ধিতেই সিলমোহর পড়েছে।

দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল

দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল

দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা উজ্জ্বল। এমনটাই খবর দলীয় সূত্রে। মঙ্গলবার সম্বর্ধনা অনুষ্ঠানের পর শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বৈঠকে বসেছিলেন দিলীপ ঘোষ। ছিলেন জয়প্রকাশ মজুমদারও। সেখানেই শোভন চট্টোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়, দেবশ্রী রায়কে নিয়ে আপত্তি করলে চলবে না। বিজেপি নেতৃত্বের মতে দেবশ্রী রায়ের মতো তৃণমূলের দুবারের বিধায়ককে দলে নিলে শাসকদলকে ধাক্কা দেওয়া যাবে। বিষয়টি নিয়ে শোভন চট্টোপাধ্যায় কোনও প্রতিবাদ করেননি বলেই জানা গিয়েছে।

বিজেপিতে 'আগ্রহ হারাচ্ছেন' বৈশাখী

বিজেপিতে 'আগ্রহ হারাচ্ছেন' বৈশাখী

বিজেপিতে যোগ দেওয়ার একসপ্তাহের মধ্যেই কার্যত আগ্রহ হারাতে শুরু করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়কে জানানো প্রসঙ্গে তিনি বলেছেন, বিষয়টি তাঁর কানে এসেছে। এপ্রসঙ্গে তিনি আরও বলেছেন, কাকে দল নেবে আর কাকে নেবে না, তা নেতৃত্বই ঠিক করবে। এনিয়ে তাঁর কিছুই বলার নেই বলেও জানিয়েছেন বৈশাখী। বিষয়টি নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া প্রসঙ্গে তাঁকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি বলেছেন, সম্পর্কে চিড় যে ধরেনি, তা নিশ্চিত হওয়া যাচ্ছে কী ভাবে।

শোভন-বৈশাখীর আপত্তিতে ১৪ অগাস্ট দেবশ্রী 'ব্রাত্য'

শোভন-বৈশাখীর আপত্তিতে ১৪ অগাস্ট দেবশ্রী 'ব্রাত্য'

অথচ একসপ্তাহ আগেই পরিস্থিতি ছিল অন্যরকমের। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লি বিজেপির অফিসে ঢোকার পর পরই সেখানে গিয়েছিলেন দেবশ্রী রায়। ছিলেন পাশের ঘরে। কিন্তু মূলত শোভন-বৈশাখীর আপত্তিতেই সেদিন দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিতে পারেননি। একসময়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায়ে সম্পর্ক ভাল থাকলেও
বর্তমানে তা আগের জায়গায় নেই। শোভন ১৪ অগাস্ট জানিয়ে দিয়েছিলেন, যদি দেবশ্রীকে দলে নেওয়া হয়, তাহলে তিনি দল ছেড়ে দেবেন।

English summary
BJP MLA and actress Debashree Roy likely to join BJP in presence of Sovan Chatterjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X