For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের দলে ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক! নয়া অভিজ্ঞতার মধ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

এনআরসি ইস্যুতে বিজেপি অসমে ঢুকতে দেয়নি তৃণমূলকে। ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাঁচ বাঙালি নিধন-কাণ্ডে একেবারে তৃণমূলের পাশে দাঁড়িয়ে পড়ল বিজেপি।

Google Oneindia Bengali News

এনআরসি ইস্যুতে বিজেপি অসমে ঢুকতে দেয়নি তৃণমূলকে। ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পাঁচ বাঙালি নিধন-কাণ্ডে একেবারে তৃণমূলের পাশে দাঁড়িয়ে পড়ল বিজেপি। তৃণমূলের প্রতিনিধি দলেই ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক। বিজেপি বিধায়ককে পাশে নিয়ে তৃণমূল ঘোষণা করল তাঁরা রাষ্ট্রপতির কাছের দরবার করবেন এই বাঙালি নিধনকাণ্ডে সুবিচারের দাবিতে।

তৃণমূলের দলে ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক! নয়া অভিজ্ঞতার মধ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি

ডেরেক ও'ব্রায়ানের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল অসমের তিনসুকিয়ায় স্বজনহারাদের পাশে থাকার বার্তা দেয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেয়। ডেরেক বলেন, আমরা জানিয়েছি পুরো বাংলা পাশে রয়েছে আপনাদের, ভয় পাওয়ার কিছু নেই। সেইসঙ্গে রাষ্ট্রপতির কাছে দরবার করা হবে বলে জানান তৃণমূল নেতারা। ইতিমধ্যেই রাষ্ট্রপতির সময়ও চাওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শীতকালীন অধিবেশনে তাঁদের দলের সাংসদরা অসমে বাঙালি নিধন-কাণ্ডে সরব হবেন। কেন তিনসুকিয়া বাঙালি খুন, তার জবাব চাইবেন তাঁরা। মোট কথা, লোকসভার আগে অসম-কাণ্ড ফের আর একটি ইস্যু হয়ে উঠতে চলেছে। তৃণমূল বিজেপি-রাজ্যের এই ঘটনাকে সামনে এনে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে বদ্ধপরিকর।

[আরও পড়ুন: কংগ্রেসকে মোক্ষম আঘাত, ভোটের মুখে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ 'হেভিওয়েটে'র][আরও পড়ুন: কংগ্রেসকে মোক্ষম আঘাত, ভোটের মুখে বড়সড় ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ 'হেভিওয়েটে'র]

আর এই আশঙ্কা থেকেই, বিজেপি এবার বাধা না দিলেও, তৃণমূলকে একেবারে ফাঁকা জমি দিল না। তৃণমূল প্রতিনিধি দল পৌঁছনোর পরেই তাদের সঙ্গে বিজেপি বিধায়ক বোলিন চেটিয়া গেলেন স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়াতে। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে এলাকায় গিয়ে তিনি পাশে থাকার বার্তা দেন তিনসুকিয়ার মানুষকে। তাঁদের সরকার পাশে থাকবে বলে জানান। তিনি বলেন, এখন রাজনীতি করার সময় নয়, তাই তিনিও দ্বিধাদ্বন্দ্ব ভুলে এসেছেন স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। তৃণমূলও বিজেপি বিধায়েকর এই ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।

[আরও পড়ুন: মুসলিম-প্রীতিতে মজেছে বিজেপি, লোকসভা নির্বাচনের আগে 'নয়া হিন্দুত্বে'র বার্তা দিলীপের][আরও পড়ুন: মুসলিম-প্রীতিতে মজেছে বিজেপি, লোকসভা নির্বাচনের আগে 'নয়া হিন্দুত্বে'র বার্তা দিলীপের]

উল্লেখ্য, সাংসদ ডেরেক ও'ব্রায়ানের নেতৃত্বে তৃণমূলের চার সদস্য স্বজনহারাদের সঙ্গে দেখা করেন। তাঁদের কথা শোনেন। ডেরেক-মহুয়ারা তাঁদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেন। নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা সাহায্যের ঘোষণাও করেন তাঁরা। বলেন, বাংলার মানুষ আপনাদের পাশে আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন, থাকবেন। এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়ান, মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক। গ্রামের পথে যেতে যেতে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র ফেসবুক লাইভও করেন।

[আরও পড়ুন: তৃণমূলকে ফাঁকা জমি দিল না বিজেপি, তবু স্বজনহারাদের মমতার বার্তা দিলেন ডেরেকরা][আরও পড়ুন: তৃণমূলকে ফাঁকা জমি দিল না বিজেপি, তবু স্বজনহারাদের মমতার বার্তা দিলেন ডেরেকরা]

English summary
BJP MLA also goes to Tinsukia with TMC’s representative team. BJP does not give free space to TMC in Assam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X